২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সুন্দরবনে আঘাত হেনেছে আমফান

- ছবি : সংগৃহীত

সুন্দরবন উপকূলে আঘাত হেনেছে সুপার সাইক্লোন আমফান। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন এলাকায় ঘন্টায় ৬০-৭০ কিলোমিটার গতিতে সাইক্লোনের অগ্রভাগ আঘাত হানে। আমফান সারা রাত ধরে সুন্দরবন উপকূলে সক্রিয় থাকবে।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে ঘূর্ণিঝড় আমফানের অগ্রভাগ সুন্দরবন সংলগ্ন কয়রা ও সাতক্ষীরার শ্যামনগরে আঘাত হানে। ওসব এলাকায় বর্তমানে বাতাসের গতিবেগ ৬০-৭০ কিলোমিটার।

এদিকে, আমফানের প্রভাবে গত মঙ্গলবার গভীর রাত থেকে খুলনা অঞ্চলে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা ৩ থেকে সাড়ে ৩ফুট বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০-১৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে । মঙ্গলবার দুপুর ১টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সুন্দরবন সংলগ্ন কয়রা সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, স্থানীয় নদ-নদীতে ৫ থেকে ৬ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এলাকার মানুষ সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নিয়েছে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, খুলনার উপকূলীয় এলাকার ২ লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement

সকল