২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ভারতে প্রবেশে বাধা, বেনাপোলে আটকা পড়েছেন ১৫০ কাশ্মিরি

ভারতে প্রবেশে বাধা, বেনাপোলে আটকা পড়েছেন ১৫০ জন কাশ্মিরি - ছবি : নয়া দিগন্ত

ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে  ভারতের কাশ্মিরের নাগরিকদেরকে  ভারতে প্রবেশে বাধা দেয়ায় ১৫০ জন শিক্ষার্থী আটকে আছে বেনাপোল চেকপোস্টে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। ফলে এদিন সকালে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থীরা ভারতে ফিরে যাওয়ার জন্য বেনাপোল চেকপোষ্ট আসেন।

কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে দেয় ওসব নাগরিককে ভারতে প্রবেশ করতে দেবে না। ফলে বেনাপোল ইমিগ্রেশন তাদেরকে ভারতে প্রবেশের অনুমতি বা পাসপোর্টে সিল মারছেন না। এ ঘটনায় ১৫০ জন ভারতীয় নাগরিক আটকে আছেন বেনাপোল চেকপোস্টে।

তারা জানান, তারা সকলে ভারতীয় নাগরিক। লেখাপড়া করেন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় তারা নিজ দেশ ভারতের কাশ্মিরে ফিরে যাওয়ার জন্য বেনাপোল আসেন । কিন্তু কি কারণে দেশে প্রবেশ করতে পারছেন না তার জানেন না। কেউ তাদেরকে কিছু বলছেন না।


আরো সংবাদ



premium cement