০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


যশোরে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু

নিহত দুই নির্মাণ শ্রমিক গোলাম রসুল ও আকাশ - নয়া দিগন্ত

যশোরে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে যশোর শহরের এম কে রোডে শাহজালাল ইসলামী ব্যাংকের চতুর্থতলায় বাইন্ডিংকালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন শ্রমিক।

নিহতরা হলেন, যশোর সদরের চুড়ামনকাটি বাগডাঙ্গা এলাকার আমির হোসেনের ছেলে গোলাম রসুল (২২) ও চান্দুটিয়া এলাকার আবুল হোসেনের ছেলে আকাশ (২৩)। আহত অপর শ্রমিক হলেন চান্দুটিয়া এলাকার নূরউদ্দিন ওরফে নুরোর ছেলে সোহাগ (২০)।

প্রত্যক্ষদর্শী আকাশ সংবাদিকদের বলেন,'বিকেল চারটার দিকে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হই। এসে দেখি রাস্তার পাশে তিনজন পড়ে আছে। স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে যান তিনি।'

স্থানীয়রা জানান, শাহজালাল ইসলামী ব্যাংকের চতুর্থতলায় রড বাইন্ডিংয়ের কাজ চলছিল। সেখানে তারা তিনজন কাজ করছিলেন। একটি বড় রড ঘুরিয়ে আনার সময় রাস্তার ধারে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে তিনজনই পড়ে যান। দুর্ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান আরেকজন।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরচিালক ওয়াদুদ হোসেন সাংবাদিকদের বলেন, 'বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে পড়ে তিনজন হতাহত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে বরতে পারবো।'

যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই গোলাম রসুল মারা যান। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকাশ। অন্যদিকে চিকিৎসাধীন আহত সোহাগের অবস্থা সংকটাপন্ন।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল