২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : বলা হয় যারা রমজানের রোজা রাখে এবং ঠিকমতো তারাবির নামাজ পড়ে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। এটা কী সবার জন্য প্রযোজ্য?
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর : বিভিন্ন হাদিসে এসেছে যে, অমুক আমল করলে আল্লাহ গুনাহ মাফ করেন। এটার অর্থ এই নয় যে সব গুনাহ। কিছু গুনাহ আছে যা সহজে মাফের যোগ্য। আর কিছু গুনাহ আছে যা তওবা ছাড়া মাফ হয় না। এ কথা বিভিন্ন হাদিসে স্পষ্ট বলা আছে। কিছু গুনাহ আছে যেটা তওবাতেও মাফ হবে না। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট মানুষ যার ক্ষতি হয়েছে তার কাছে মাফ নিতে হবে। তাহলে পাপ আমরা কয়েক ভাগে ভাগ করতে পরি। মহা কবিরা গুনাহগুলো তওবার মাধ্যমে মাফ হয়। সাধারণ ছোটখাটো গুনাহ নেক আমলের মাধ্যমে মাফ হয়। আর মানুষের অধিকার সংশ্লিষ্ট যে পাপগুলো রয়েছে যেমন : খুন, টাকা কেড়ে নেয়া, লুট করা, চাঁদাবাজি করা, যৌতুক নেয়া, গিবত করা, কারো মর্যাদা নষ্ট করা বা কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়া। এই গুনাহগুলোর জন্য শুধু আল্লাহর কাছে তওবা করলে মাফ হয় না। ক্ষমা চাওয়ার একটা শর্ত হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির হক ফিরিয়ে দিয়ে তার কাছ থেকে ক্ষমা নেয়া। কাজেই যখন আমরা বলি যে, রোজা রাখলে, তারাবিহ পড়লে বা তাহাজ্জুদ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন; এটার অর্থ সাধারণ মাফযোগ্য গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন।


আরো সংবাদ



premium cement