২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
আফগান প্রসঙ্গে চীন-রাশিয়ার অভিমত

‘বিদেশি সেনারা ইচ্ছামতো যেতে আসতে পারে না’

আফগানিস্তানে ভয়াবহ সহিংসতার শিকার নারী ও শিশুরা - ছবি সংগৃহীত

চীন ও রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দুই দশকের যুদ্ধ ও দখলদারিত্বের পরও আফগানিস্তান মারাত্মক নিরাপত্তা সঙ্কটের মুখে রয়েছে। আমেরিকা ও ন্যাটো জোট যখন আফগানিস্তান থেকে সেনা প্রত্যহার করে নিচ্ছে তখন মস্কো এবং বেইজিংয়ের পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।

চীন ও রাশিয়া বলেছে, আফগানিস্তানের পরিস্থিতি স্থিতিশীল না করেই তারা দেশটি ছেড়ে চলে যাচ্ছে।

ন্যাটো জোটের সেনাদের আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর সেখানে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মন্তব্য করেছেন।

তিনি বলেন, ২০ বছর অবস্থানের পরও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন ছাড়াই ন্যাটো জোটের সেনারা আফগানিস্তান ছাড়ছে।

রুশ মন্ত্রী বলেন, ন্যাটো বাহিনী চলে গেলে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরুর উচ্চ ঝুঁকি রয়েছে যার সমস্ত পরিণতি হবে নেতিবাচক। জনজীবন আরো বিপন্ন হবে। গণভাবে শরণার্থী হবে এবং প্রতিবেশী দেশগুলোয় চরমপন্থা ছড়িয়ে পড়বে।

এদিকে, জাতিসঙ্ঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ঝ্যাং জুন গতকাল (মঙ্গলবার) বলেছেন, আন্ত-আফগান আলোচনায় অচলাবস্থা দেখা দেয়ায় আফগান পরিস্থিতি একটি জটিল সন্ধিক্ষণে রয়েছে। এ পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement