৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


শীত শেষ না হতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু

- ফাইল ছবি

শীত শেষ হওয়ার সাথে সাথে বাড়তে শুরু করেছেন মশার উৎপাত। দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তিনজন চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন দুজন।

এদিকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে দুজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৩৬ জন।

গেল বছরে সারাদেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব ঘটেছিল। ২৬৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদনের মধ্যে ২৬৩টি ঘটনা পর্যালোচনা করে ১৬৪ জনের মৃত্যু ডেঙ্গুজনিত কারণে হয়েছিল বলে নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

২০১৯ সালে সারাদেশে এক লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন এক লাখ ১ হাজার ৩৭ জন রোগী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, সাম্প্রতিক দশকগুলোতে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর প্রায় ৩৯ কোটি লোক এ জ্বরে আক্রান্ত হয় বলে অনুমান ডাব্লিউএইচও’র। বিশ্বের প্রায় অর্ধেক মানুষ এ জ্বরের ঝুঁকিতে রয়েছে বলে মনে করে সংস্থাটি।

সূত্র: ইউএনবি


আরো সংবাদ



premium cement
আফগানিস্তানে মসজিদে বন্দুক হামলা, নিহত ৬ দেশের বেসরকারি সৌর প্রকল্পে ১২১.৫৫ মিলিয়ন ডলার অর্থায়ন এডিবির কটিয়াদীতে কালের সাক্ষী ৫০০ বছরের কোটামন দিঘি সখীপুরে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ স্কুল-মাদরাসার ছুটি বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকছে রাজবাড়ীতে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাকিতে সিগারেট না দেয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা ট্রেনে বন্ধুর ব্যাগ তুলে দিতে গিয়ে প্রাণ গেল কিশোরের গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্র মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই : রিজভী রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জাতীয় কমিটির

সকল