২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ফের মোহামেডানের ত্রাতা দিয়াবাতে

মোহামেডান ২-২ ঢাকা আবাহনী, শেখ জামাল ২-১ রহমতগঞ্জ
ফের মোহামেডানের ত্রাতা দিয়াবাতে - ছবি: সংগৃহীত

১৪ বছর পর মোহামেডানের ফেডারেশন কাপ জয়। গত বছর সাদা কালো শিবিরের এই ট্রফি খরা ঘোচানোর মূল কারিগর ছিলেন সোলেমান দিয়াবাতে।

ফাইনালে আবাহনীর বিপক্ষে দুই দফা পিছিয়ে পড়া মোহামেডানকে খেলায় ফিরিয়ে ছিলেন তিন গোল করে। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই ৩০ মিনিটে একটি গোলের পর আবাহনী সমতা আনে (৪-৪)। টাইব্রেকারের প্রথম শটেও বল পাঠান জালে। এরপর শিরোপা উৎসব।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এবারের এবিজি বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই মালির ফুটবলারের জোড়া গোলে পিছিয়ে পড়া ঐতিহ্যবাহী দলটির ম্যাচ ড্র করা আবাহনীর বিপক্ষে। ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে তার দুই পেনাল্টিতে ২-২ এ ড্র হয় আবাহনী ও মোহামেডানের ম্যাচ।

এতে চিরপ্রতিদ্বন্দ্বীদের পেছনে রেখে দ্বিতীয় স্থান নিয়ে লিগের প্রথম পর্ব শেষ করল আলফাজ আহমেদের দল। অন্য দিকে তৃতীয় স্থানে থাকা দিয়েগো ক্রুসিয়ানীর দল আবারো লিড নিয়ে জিততে পারেনি মোহামেডানের বিপক্ষে। এবারের ফেডারেশন কাপের গ্রুপ পর্বেও পিছিয়ে পড়া মতিঝিল ক্লাব পাড়ার দল ২-১ এ জিতেছি। কাল অন্য ম্যাচে টানা সাত ড্রয়ের হারের তেতো স্বাদ নিতে হয়েছে রহমতগঞ্জকে। তাদের ২-১ গোলে হারায় শেখ জামাল।

পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান এবং শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের ঘাড়ে গরম নি:শ্বাস ফেলার জন্য আবাহনীর জয়ের বিকল্প ছিল না। ম্যাচের দুই মিনিট বয়সে ব্রাজিলের ব্রুনো রোকার গোলে এগিয়ে যাওয়ার পর সেন্ট ভিনসেন্টের কার্নেলিয়াস স্টুয়ার্টের ৫৫ মিনিটের গোলে হাওয়ায় ভাসাতে থাকে ধানমন্ডির ক্লাবটি। কিন্তও এরপর দুই পেনাল্টিই পাল্টে দেয় চিত্র। খাদের কিনারে থাকা মোহামেডান দিয়াবাতের দুই সফল স্পট কিকে ড্রতেই যেন জয়ের আনন্দ খুঁজে পেয়েছে। প্রথমে ব্রুনো রোকার ফ্রি-কিকে লিড আবাহনীর। ১১ মিনিটে একই স্পট কিকে সমতা আনতে পারতো মোহামেডান। যদি উজবেকিস্তানের মোজাফফরভের ফ্রি-কিক ক্রসবারে প্রতিহত না হতো। ৩৮ মিনিটে গোলরক্ষক পাপ্পু হোসেনের দুই দফা সেভে রক্ষা আবাহনীর। প্রথমে কামরুলের শটে বাধা পাপ্পু। ফিরতি বলে মোজাফফরভের শটও রুখে দেন তিনি।
৫৫ মিনিটে দ্বিতীয় গোল আদায় আবাহনীর। ওয়াশিংটনের ক্রসে বল জালে পাঠান কার্নেলিয়াস স্টুয়ার্ট। দুই গোলে পিছিয়ে পড়ে সেই ম্যাচ ড্র করাটা মোহামেডানের জন্য বিশাল কিছু। ৬৫ মিনিটে বক্সে ইমানুয়েলকে ফাউল করেন আবাহনীর হৃদয়। ফলে রেফারী সায়মন হোসের সানির দেয়া পেনাল্টিতে সোলেমান দিয়াবাতের গোলে ব্যবধান কমানো। ৮৭ মিনিটে আবার পেনাল্টি পায় আলফাজ বাহিনী। এবার কামরুলের লং বল বক্সে আবাহনীর এক ফুটবলারের হ্যান্ডবলে হলে পেনাল্টির সৃষ্টি। এতে পুনরায় সফল দিয়াবাতে। অবশ্য এই পেনাল্টি মেনে নিতে পারেননি আবাহনীর ম্যানেজার নজরুল ইসলাম। তবে তার প্রতিবাদ সীমা ছাড়িয়ে যাওয়ায় রেফারী তাকে লাল কার্ড দেখান। ৯ খেলায় ১৭ পয়েন্ট মোহামেডানের। সমান ম্যাচে আবাহনীর সংগ্রহ ১৫।

গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়ামে ঘানার স্যামুয়েল কোনের গোলে ২০ মিনিটে রহমতগঞ্জ এগিয়ে গেলেও তারা জিততে পারেনি। ৪০ মিনিটে ব্রাজিলের হিগর এবং ৬৪ মিনিটে উজবেকিস্তানের কলমাতভ গোল করলে জয় পায় শেখ জামাল। জয়ে ১৩ পয়েন্ট নিয়ে চারে আছে শেখ জামাল। রহমতগঞ্জ আছে ৭ পয়েন্ট নিয়ে অস্টম স্থানে।


আরো সংবাদ



premium cement