ক্ষমা চাইলেন লা লিগা সভাপতি, জানালেন সীমাবদ্ধতার কথা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ মে ২০২৩, ১৪:১৭, আপডেট: ২৫ মে ২০২৩, ১৪:১৯
তুমুল সমালোচনার মুখে পিছু হটলেন লা লিগা সভাপতি, ভিনিসিউস জুনিয়রকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ক্ষমা চাইলেন তিনি। টুইটারে তার করা মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি তার। সেই সাথে হাভিয়ের তেবাস জানিয়েছেন নিজেদের সীমাবদ্ধতার কথাও।
স্প্যানিশ লা লিগায় বার বার বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। লা লিগা কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ করেও এসব ঘটনায় একবারও সুষ্ঠু বিচার পাননি রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। তাই বেশ ক্ষুব্ধ হয়ে স্প্যানিশ লিগকেই কাঠগড়াতে তুলেছিলেন ব্রাজিলিয়ান এই ফুটবল তারকা।
সর্বশেষ গত রোববার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে গিয়ে আবারো বর্ণবাদী আক্রমণের মুখে পড়েন ভিনিসিউস। যেখানে তাকে বানর বলে কটুক্তি করা হয়। এমতাবস্থায় মেজাজ হারিয়ে ফেলেন ভিনিসিউস। প্রতিবাদ করতে গিয়ে দেখেন লাল কার্ড।
অতঃপর ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে কড়া বার্তা দিয়েছিলেন ভিনিসিউস, যেখানে তিনি স্পেনকে বলেছিলেন বর্ণবাদী দেশ। লা লিগায় বর্ণবাদ খুব সাধারণ ঘটনা বলেও উল্লেখ করেছিলেন তিনি। এমন বক্তব্য ভালোভাবে নেননি লা লিগা সভাপতি। এই ঘটনাগুলোর জন্য ভিনিসিউসকেও দায়ী করেন হাভিয়ের তেবাস। এরপর থেকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সমালোচনার তীব্রতায় একরকম বাধ্য হয়েই সুর বদলাতে হচ্ছে তাকে।
গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে লা লিগা সভাপতি ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘বেশিরভাগ মানুষ যখন একটি বার্তার নির্দিষ্ট অর্থ বোঝে তার মানে দাঁড়ায় তারাই সঠিক। এ জন্য আমার ক্ষমা চাওয়া উচিৎ।’
তিনি আরো যোগ করেন, ‘আমি যে উদ্দেশ্য নিয়ে বার্তা লিখেছিলাম, তার গুরুত্বপূর্ণ অংশ বোঝাতে পারিনি। বিশেষ করে ব্রাজিলে। আমার উদ্দেশ্য ভিনিসিয়াসকে আক্রমণ করা ছিল না। বরং স্পষ্ট করে বোঝাতে চাচ্ছিলাম যে, ভিনিসিয়াস মাত্র এক মাস আগে লা লিগার বর্ণবাদের বিরুদ্ধে নেয়া পদক্ষেপকে সমর্থন করে একটি ভিডিও তৈরি করেছিলেন।’
অতঃপর নিজেদের সীমাবদ্ধতার কথাও তুলে ধরে লা লিগা সভাপতি। বর্ণবাদীদের বিপক্ষে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে নিজের হাত-পা বাঁধা বলেই জানান তেবাস। বরং দায়টা ফেডারেশনের ঘাড়ে বর্তায় দাবি করে তিনি জানান, ‘ফেডারেশন এবং লা লিগা দু’টি আলাদা সত্ত্বা। স্টেডিয়াম থেকে লোকদের বের করে দেয়ার ক্ষমতা আমার নেই। এটা ফেডারেশন করে থাকে।’
‘অপরাধীদের অনুমোদন ও শাস্তি দেয়ার ক্ষমতা থাকলে আমরা ব্যবস্থা নেব। আমরা স্টেডিয়াম বন্ধ করে দেবো, ভক্তদের ওপর নিষেধাজ্ঞা জারি করব। কিন্তু আমরা এখন শুধু অভিযোগ দায়ের করছি, ফেডারেশন থেকে যা শুধু জরিমানা প্রদানের মধ্য দিয়েই শেষ করা হয়েছে। কিন্তু আমাদের যদি ব্যবস্থা নেয়ার কর্তৃত্ব থাকত, কয়েক মাসের মধ্যে স্টেডিয়ামগুলোতে বর্ণবাদের অবসান ঘটাতাম। আশা করি, আমাদের ব্যবস্থা নেয়ার ক্ষমতা দেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা