২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের জয়

- ছবি : সংগৃহীত

অধিনায়ক জামাল ভূঁইয়া আগেই বলেছিলেন, দেখিয়ে দেয়ার লক্ষ্যেই মাঠে নামবে তার দল। কথা রাখলেন বাংলাদেশ অধিনায়ক, লক্ষ্য পূরণ হয়েছে তার।

সিশেলসের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে পূর্ব আফ্রিকার দেশটিকে।

প্রায় এক বছর পর ফিফা স্বীকৃত ম্যাচ খেলতে নেমেই জয়ের স্বাদ পেল টাইগার ফুটবলাররা। বাংলাদেশ দলের একমাত্র গোলদাতা তারিক কাজী। এদিন বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে এলিটা কিংসলের। নাইজেরিয়ান এই ফুটবলার আজ বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামেন।

যে আশা নিয়ে এলিটা কিংসলেকে মাঠে নামানো, ওই গোল তিনি করতে পারেননি। দু’টি সুযোগ হাতছাড়া করেছেন। ৬১ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও মারেন বার উচিয়ে। ৮৯ মিনিটে তার শট বাম দিকে শরীর ফেলে রুখে দেন সেশেলস এর কিপার।

ম্যাচে বাংলাদেশের জয় সূচক গোলটি অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে। তার স্পট কিকটি বিপক্ষ খেলোয়াড় ব্রেন্ডন শাফাই হেডে দুর্বল ক্লিয়ারেন্সে ছোট বক্সের ওপর থেকে জোরালো হেডে স্বাগতিকদের উল্লাসে মাতান তারিক কাজী। তার আগে প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে গোল করেছিলেন জামাল। ৩৩ মিনিটে তপুর হেড জালে যায়নি অতিথি দেশটির গোলরক্ষকের বাধায়।

২০২১ সালে শ্রীলংকার চার জাতি ফুটবলে পিছিয়ে পড়েও বাংলাদেশের সাথে ড্র করেছিল সেশেলস। কালও তারা সমতার সুযোগ পায়। ৮৭ মিনিটে ম্যাক্সিম ফানসেতের ফ্রি-কিক ক্রস বারে লাগায় জামালদের রক্ষা। ইনজুরি টাইমে তাদের হেডে বাধা গোলরক্ষক জিকো।

বাংলাদেশ দল : জিকো, তপু, তারিক কাজী, জামাল ( রবিউল ৫৫ মি.), রাকিব ( মতিন ৬৫ মি.) সজীব (কিংসলে ৪৬ মি.), ছোট সোহেল রানা (জনি ৯৩ মি.), সোহেল রানা, রিমন, সাদউদ্দিন, মজিবুর জনি (সুমন রেজা ৭৭ মি.)।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

সকল