০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


চুরি হয়ে যাওয়া টাকার দ্বিগুণ পেলেন কৃষ্ণারা

তিন নারী ফুটবলারকে টাকা ও আইফোন তুলে দেন মাহফুজা আক্তার কিরন। - ছবি : সংগৃহীত

সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের দুই মহিলা ফুটবলারের লাগেজ কেটে টাকা ও ডলার চুরি হয়ে যায়। এই অর্থ কারা চুরি করেছে তা এখনো জানা যায়নি। তবে এরই মধ্যে বাফুফে তিন ফুটবলার- কৃষ্ণা রানী সরকার, বড় শামসুন্নাহার এবং সানজিদা খাতুনকে তাদের খোয়া যাওয়া টাকা দিয়েছে। তবে এর পরিমাণ তাদের হারানো অর্থের পরিমানের চেয়েও বেশি।

বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান ও ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরন নিজ থেকে এই টাকা দেন তিন ফুটবলারকে। বড় শামসুন্নাহারের লাগেজ থেকে ৪০০ ডলার (প্রায় ৪০ হাজার টাকা) খোয়া গেলেও তাকে দেয়া হয়েছে এক লাখ টাকা। কৃষ্ণার লাগেজ থেকে ৯০০ ডলার ও ৫০ হাজার চুরি হয়েছে। ৯০০ ডলারের মধ্যে ৫০০ ডলার কৃষ্ণার নিজের আর ৪০০ ডলার সানজিদার। সানজিদা এই অর্থ জমিয়েছিলেন আইফোন কেনার জন্য। কৃষ্ণাকে মোট দেড় লাখ টাকা এবং সানজিদাকে আইফোন প্রো ম্যাক্স কিনে দেন মাহফুজা আক্তার কিরন।


আরো সংবাদ



premium cement