০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


হেরেও ইতালির সাথে শেষ ষোলোয় ওয়েলস

হেরেও ইতালির সাথে শেষ ষোলোয় ওয়েলস - ছবি : সংগৃহীত

টানা দুই জয়ে আগেই নক আউট পর্বের খেলা নিশ্চিত হয়েছিল ইতালির। তৃতীয় ম্যাচেও জয়ের দেখা পেল দলটি। ওয়েলসকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোয় নাম লেখালো আজ্জুরিরা। অন্য দিকে হারলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শেষ ষোলো নিশ্চিত হয়েছে ওয়েলসেরও।

রোববার এ গ্রুপের অপর ম্যাচে তুরস্ককে হারিয়ে তৃতীয় দল হিসেবে শেষ ষোলোয় যাওয়ার রাস্তা মসৃণ করে রেখেছে সুইজারল্যান্ড। রোববার ইউরো ফুটবলে তুরস্ককে ৩-১ গোলে হারায় সুইসরা। অন্য দিকে ওয়েলসকে ১-০ গোলে হারায় ইতালি।

গ্রুপে তিন ম্যাচে পূর্ন নয় পয়েন্ট ইতালির। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওয়েলস। চার পয়েন্ট সুইজারল্যান্ডেরও। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে তারা। টুর্নামেন্টে এক পয়েন্ট পাওয়া তুরস্কর হলো বিদায়।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ৩৯ মিনিটে এগিয়ে যায় ইতালি। গোলটি করেন মাতেও পেসিনা।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে দশজনের দলে পরিণত হয়। লাল কার্ড দেখেন ইথান আমপাদো। তবে এই সুযোগটা নিতে পারেনি ইতালি। জমাট রক্ষণে গোলপোস্ট অক্ষত রাখে বেলরা। বাড়তি আরো একটি গোল হজম করলেই নক আউট পর্বে যাওয়ার হিসাবটা আরো কঠিন হতো তাদের।

অন্য দিকে বাকু স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটে তুরস্কের বিরুদ্ধে লিড নেয় সুইজারল্যান্ড। গোলটি করেন সেভারোভিচ। ২৬ ও ৬৮ মিনিটে দলের হয়ে দুটি গোল করেন শাকিরি। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে তুরস্কের হয়ে একটি গোল করেন ইরফান কাহভেচি। শেষ অবধি দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।


আরো সংবাদ



premium cement