০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


পচা শামুকে পা কাটল ম্যানসিটির

পচা শামুকে পা কাটল ম্যানসিটির - ছবি : সংগৃহীত

যাকে বলে পচা শামুকে পা কাটা! দুর্দান্ত ছুটে চলা ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে শীর্ষ। আর তাদেরকেই তাদের মাঠে পরাজিত করেছে নয় নম্বর দল লিডস ইউনাইটেড। তার ওপর অতিথিদের ডিফেন্ডার লিয়াম কুপার প্রথামার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি ২-১ গোলে জিতেছে ১০ জনের লিডস।

দলের জয়ে জোড়া গোল করেছেন আইরিশ স্ট্রাইকার স্টুয়ার্ট ডালাস। সিটির একমাত্র গোলটি করেন ফার্নান্দো টরেস।

ঘরের মাঠে ৭১ শতাংশ বল দখলে রেখে খেলেছে সিটিজেনরা। বল দখলে রেখেও প্রথমার্ধের ৪২ মিনিটে ডালাসের গোলে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধের ইনজুরি সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কুপার। দ্বিতীয়ার্ধে পুরো সময় ১০ জন নিয়ে খেলে মার্সেলো বিসলার লিডস।

এরপরও গোলের দেখা পেতে ৭০ মিনিট অপেক্ষা করতে হয় ম্যানসিটিকে। টরেস দলকে ১-১ সমতা এনে দেন। ৯০ মিনিট পর্যন্ত এ স্কোরই থাকে। খেলা যখন ড্রয়ের আভাস দিচ্ছিল ঠিক অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে দলের জয়সূচক গোল এনে দেন আইরিশ ফরোয়ার্ড ডালাস (২-১)।


আরো সংবাদ



premium cement