২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


ম্যারাডোনার লাশের সামনে সেলফি তুলে ক্ষমাপ্রার্থনা

- সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনার খোলা লাশের পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিন্দিত হওয়া এক ব্যক্তি ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ক্লদিও ফার্নান্দেজ নামের ওই ব্যক্তি তার ছেলেকে নিয়ে ম্যারাডোনার লাশের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন । তার ছেলেকে ছবিতে বুড়ো আঙুল তুলে 'থাম্বস আপ' ভঙ্গি করতে দেখা যায়।
আরেকটি ছবিতে তৃতীয় এক ব্যক্তিকেও দেখা যায়।

গত বুধবার রাজধানী বুয়েন্স আইরেসের কাছে টিগ্রেতে তার নিজের বাড়িতে মারা যান দিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনার লাশ দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে থাকার সময় অনলাইনে এসব ছবি বের হলে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

ফুটবল তারকার আইনজীবী মাতিয়াস মোরলা যে ব্যক্তি এসব ছবি তুলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন।
তবে ম্যারাডোনার লাশের সামনে ছবি তোলায় অভিযুক্ত ব্যক্তি ফার্নান্দেজ পরে রেডিও টেন-এ বলেন, অনেকটা তাৎক্ষণিক সিদ্ধান্তে তারা এসব ছবি তুলেছিলেন।

‘আর দশটা বাচ্চা ছেলের মতই আমার ছেলে ছবি তোলার সময় তার বুড়ো আঙুল উঁচিয়ে ধরে। আমি জানি যে অনেক লোক এ ছবি দেখে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন’ - বলেন ফার্নান্দেজ। তিনি আরো জানান, তাকে হত্যার হুমকিও দেয়া হয়েছে।

রেডিওর সাক্ষাৎকারে তিনি বলেন,‘তারা বলেছে, তারা আমাদের মেরে ফেলবে, আমাদের মাথা গুঁড়ো করে দেবে।’

দি সেপেলিওস পিনিয়ার নামে একটি শেষকৃত্যের আয়োজনকারী প্রতিষ্ঠান বলেছে, ওই তিনজনকে কফিন বহন করার জন্য তাদের কাছে পাঠিয়েছিল আরেকটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ম্যানেজার মাতিয়াস পিকোন একটি টিভি চ্যানেলকে বলেছেন, ওই ছবিগুলো দেখে তারা মানসিকভাবেতিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন।

তিনি বলেন, ম্যারাডোনার পরিবারের অন্যান্য সদস্যের জন্যও তারা শেষকৃত্যকালীন সেবা দিয়েছেন এবং তাদের ওপর সেই পরিবারের পূর্ণ আস্থা আছে। সে জন্যই তারা এত মর্মাহত।

পিকোন বলেন,‘আমার বাবার বয়স ৭৫। তিনি কাঁদছেন। আমি আর আমার ভাইও কাঁদছি। আমরা শেষ হয়ে গেছি।’ সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
টি স্পোর্টস-জি টিভি নয়, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ সরাসরি দেখাবে অন্য চ্যানেল ইরানের নিহত পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যা জানা যাচ্ছে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে জাতিসঙ্ঘ মহাসচিবের শোক বিবিএসের ঘোষণা : চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৮২ শতাংশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তনের নজর রাখবে পাশ্চাত্যের দেশগুলো ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির রাইসির স্মরণে জাতিসঙ্ঘে এক মিনিট নীরবতা পালন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি বড় ভাই বিপিএলে, ছোট ভাই বিসিএলে নকল ডায়াবেটিস স্ট্রিপ ধ্বংস করতে ফার্মা সল্যুশনসকে হাইকোর্টের নির্দেশ

সকল