০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


ই্‌উরোপে এবারও রাজা মেসি

- ছবি : সংগৃহীত

২০১৮-১৯ মৌসুমে ইউরোপের লিগগুলোতে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি। এই ক্ষুদে জাদুকর বার্সেলোনার জার্সি গায়ে লা লিগায় করেছেন ৩৬ গোল। লা লিগায় রয়েছেন শীর্ষে। ১২ গোল করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও রয়েছেন শির্ষে। কোপা দেল রে’তে করেছেন দুটি গোল। সব মিলিয়ে এই মৌসুমে ৫০ গোল করেছেন লিওনেল মেসি। মেসির হাতে রয়েছে কোপা দেল রের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে নিজেকে আরো ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার হাতে। পিচিচি পুরস্কার পেয়েছেন ইতোমধ্যে। গোল্ডেন শু’র দৌড়েও সবার চেয়ে এগিয়ে এই ফুটবল এলিয়েন।

তার পরেই রয়েছেন প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে এমবাপ্পে গোল করেছেন ৩৪ গোল। উয়েফা চ্যাম্পিয়ন লিগে করেছেন ৪টি গোল। এমবাপ্পে এই মৌসুমে মোট করেছেন ৩৮ গোল। যা মেসির চেয়ে ১২ গোল কম। তবে এমবাপ্পের হাতেও রয়েছে একটি ম্যাচ। গোল্ডেন শু’র রেসে মেসির সঙ্গে পাল্লা দেবেন এই ফরাসি ফুটবলার।

এরপরে রয়েছেন বুন্দেসলিগার বায়র্নে মিউনিখের রবার্ট লেভানডস্কি। ৩৮ গোল করেছেন এই মৌসুমে তিনি। ৩০ গোল করেছেন বুন্দেসলিগায়। ৮ গোল গোল করে দ্বিতীয় সর্বোচ্চ টপ স্কোরার উয়েফা চ্যাম্পিয়ন লিগে। তারপরে রয়েছেন সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টা সিটির এই ফরোয়ার্ড ২৬ গোল করেছেন প্রিমিয়ার লিগে এবং ৬ গোল করেছেন উয়েফা চ্যাম্পিয়ন লিগে। মোট ৩২ গোল করেছেন এই আর্জেন্টাইন। এসি মিলানের পিয়টেক করেছেন ৩০ গোল। ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন ২৮ গোল। যা তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসির চেয়ে ২২ গোল কম।


আরো সংবাদ



premium cement
কাজে আসছি পেটের দায়ে থাইল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান, প্রশংসা ট্রাম্পের আজ আধাবেলা বাস চলাচল বন্ধ থাকবে মিয়ানমার : যুদ্ধ আর জোরপূর্বক সেনাবাহিনীতে যোগদান এড়াতে শরণার্থীদের সীমান্ত পাড়ি যেভাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন শুরু হয়েছিল মালদ্বীপ ভারত থেকে চীনমুখী হওয়ার গতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ, ব্যাপক গ্রেফতার নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা প্রতিষ্ঠার ৭৫তম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ

সকল