০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


নেইমারের ইঞ্জুরিতে ম্লান ব্রাজিলের জয়

নেইমারের ইঞ্জুরিতে ম্লান ব্রাজিলের জয় - ছবি : সংগ্রহ

খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য হলেন নেইমার। ফলে ক্যামেরুনের বিরুদ্ধে ব্রাজিল জয় পেলেও তাতে আনন্দ উসলে পড়েনি।
তবে নেইমারের বদলি হিসেবে নামা রিশার্লিসনই দলকে জয় এনে দেন। এই তরুণ ফরোয়ার্ডের গোলে টানা ষষ্ঠ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। মঙ্গলবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-০ গোলে জেতে তিতের দল।

ম্যাচের অষ্টম মিনিটে নেইমার চোট পেয়ে মাঠ ছাড়লে বড় ধাক্কাটা খায় ব্রাজিল। দলের সবচেয়ে বড় তারকার অনুপস্থিতিতেও অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে আধিপত্য করে তারা। ৪৩তম মিনিটে এগিয়েও যেতে পারতো দলটি। কিন্তু মিডফিল্ডার আলানের হেড কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।

দুই মিনিট পরই গোল পেয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উইলিয়ানের কর্নারে অনেকখানি লাফিয়ে উঠে নেওয়া হেডে বল জালে পাঠান ২১ বছর বয়সী রিশার্লিসন।

আন্তর্জাতিক ফুটবলে ওয়াটফোর্ড মিডফিল্ডারের এটি তৃতীয় গোল। সেপ্টেম্বরে এল সালভাদরের বিপক্ষে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েই জোড়া গোল করেছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আর্থার মেলোর দূরপাল্লার শট ক্রসবারে লাগলে সে যাত্রায় বেঁচে যায় ক্যামেরুন।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে মুহূর্তের ব্যবধানে ব্রাজিলের দুটি সুযোগ নষ্ট হলে ব্যবধান আর বাড়েনি। আলানের শট গোলরক্ষক রুখে দেওয়ার পর ফিরতি বলে রিশার্লিসনের শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক।
রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ার পর টানা ছয় জয়ের পাশাপাশি ম্যাচগুলোতে নিজেদের জালও অক্ষত রাখলো ব্রাজিল। এই সময়ে প্রতিপক্ষের জালে মোট ১২ বার বল পাঠিয়েছে তারা। আগের পাঁচ ম্যাচে যুক্তরাষ্ট্র, এল সালভাদর, সৌদি আরব, আর্জেন্টিনা ও উরুগুয়েকে হারিয়েছিল নেইমাররা।

আরেক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন ইন্টার মিলানের ফরোয়ার্ড মাত্তেও পলিতানো।


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর রাফা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার আদেশে হামাসের প্রতিক্রিয়া হিলি বন্দর দিয়ে ১৪ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর : মন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসি’র সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী টর্চার সেলে শিশু-বৃদ্ধদের পেটাতেন মিল্টন : হারুন গাজা ত্যাগ করবে না ইউএনআরডব্লিউএ শৈলকুপায় সাংবাদিক মফিজুলের ওপর হামলা : প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন বিএনপির ভাবনায় ক্লান্ত ওবায়দুল কাদের : রিজভী অনলাইন জুয়ায় ২০ লাখ টাকা হেরে যুবকের আত্মহত্যা আল-জাজিরার অফিসে ইসরাইলি পুলিশের হানা

সকল