০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


হঠাৎ করেই অবসরের ঘোষণা

-

সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইতালি জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড অ্যান্টোনিও কাসানো। মাত্র এক সপ্তাহ আগে তিনি সিরি-সি লিগের ছোট দল ভারচুস এনটেলায় যোগ দিয়েছিলেন।

২০১৭ সারের জুলাইয়ে ভেরোনার সাথে প্রাক মৌসুমে অল্প কিছুদিন অনুশীলন করার পর তিনি ক্লাবটি ছেড়ে দেন। ভেরোনা ছাড়ার পর এসি মিলান, ইন্টার ও রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড এতদিন পর্যন্ত ক্লাববিহীন ছিলেন। ২০১৬ সালের মে মাসে সাম্পদোরিয়ার হয়ে তিনি সর্বশেষ অফিসিয়াল ম্যাচ খেলেছেন।

ইতালির হয়ে ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কাসানো। সপ্তাহ খানেক আগে কোনো ধরনের চুক্তি ছাড়াই তিনি এনটেলার হয়ে অনুশীলন করতে রাজী হন। কিন্তু পরবর্তীতে ৩৬ বছর বয়সী এই ফরোয়াড় বুট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন।

এক বিবৃবিতে কাসানো বলেছেন, ‘গত কিছুদিনের অনুশীলনের পর আমি বুঝতে পেরেছি ধারাবাহিকভাবে অনুশীলণ চালিয়ে যাওয়ার মত মানসিকতা এখন আর আমার নেই। ভাল ফুটবল খেলতে হলে আবেগ ও যোগ্যতার প্রয়োজন আছে। সর্বোপরি লক্ষ্যে পৌঁছার নিরূপনটা খুব জরুরি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে অন্য কিছু বিষয়ে অগ্রাধিকারটা বেশি। এখন আমার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেছে। ফুটবলকে বাদ রেখে আরো কিছু বিষয়ে যে আমি নিজেকে প্রমাণ করতে পারি সেটাই এখন আমি চেষ্টা করে যাচ্ছি।’


আরো সংবাদ



premium cement
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ'লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি হাসপাতালের উদ্দেশে রওনা হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের সব আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে : প্রধান বিচারপতি ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী

সকল