১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার টিকা আজ আসছে

-

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরো টিকা আসছে আজ শনিবার। এই নিয়ে জাপান মোট ১০ লাখ টিকা (এক মিলিয়ন) নিশ্চিত করল। জাপান থেকে আজ শনিবার ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা আসবে। এর আগে জাপান থেকে ২ লাখ ১৮ হাজার ৬৮০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে। বাংলাদেশকে দেয়া জাপানের সবগুলো টিকাই জাপানে তৈরি।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিকার কনসাইনমেন্ট ছেড়ে যাওয়ার সময় উপস্থিত ছিলেন। জাপানের এয়ার নিপ্পন এরাওয়েজে (এএনএ) করে এই টিকাগুলো আসবে। গতকাল শুক্রবার জাপান সময়ে ১১টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছে। জাপান বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় মোট ৩০ লাখ টিকা দেবে। এই টিকা এরই অংশ।


আরো সংবাদ



premium cement