২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভারতের তিন গুণ প্রতিরক্ষা বাজেট ঘোষণা চীনের

-

ভারতের চেয়ে তিন গুণ বড় প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে চীন। গতকাল শুক্রবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এই বিশাল বাজেটের ঘোষণা দেন। ২০২০ সালে কোভিড মহামারীর মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের অবস্থা ঠিক কতটুকু খারাপ হয়েছিল তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। একটি সূত্রে জানিয়েছে, গত বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৩ শতাংশ। বিশ্বে চীনই একমাত্র দেশ যেখানে গত বছর জিডিপি বৃদ্ধি পেয়েছিল।
শুক্রবার প্রধানমন্ত্রী লি কেকিয়াং জানান, ২০২১ সালে তাদের মোট জাতীয় উৎপাদন (জিডিপি) ছয় শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, মহামারীর ধাক্কা দ্রুত সামলে উঠছে বেইজিং। এ দিন ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২০২১ সালের ওয়ার্ক রিপোর্ট পড়ে শোনান লি কেকিয়াং। তাতে বলা হয়, চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি ছয় শতাংশ অর্জনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এ বছর প্রতিরক্ষা খাতে দেশটির বরাদ্দ বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। এর মধ্য দিয়ে টানা ছয় বছর পর প্রতিরক্ষা বরাদ্দ বাড়াল বেইজিং। ২০২১ সালে যুদ্ধাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের পেছনে ২০ হাজার ৯০০ কোটি ডলার ব্যয় করবে বেইজিং। চীনের প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং চান সশস্ত্রবাহিনী আরো শক্তিশালী হয়ে উঠুক। নতুন পরিস্থিতির সাথে সাযুজ্য রেখে তৈরি হোক রণকৌশল।’
লি কেকিয়াং বলেন, ‘আমাদের সামরিক প্রশিক্ষণের মান বাড়াতে হবে। যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।’ গত বছর লাদাখে যখন উত্তেজনা তুঙ্গে, তখন ভারতের পাওয়ার গ্রিডে হ্যাক করেছিল চীনারা। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক কোম্পানি রেকর্ডেড ফিউচারের সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। এর প্রতিক্রিয়ায় মার্কিন কংগ্রেসম্যান ফ্রাঙ্ক প্যালোন টুইট করে বলেন, ‘ভারত আমাদের কৌশলগত অংশীদার। চীন যেভাবে দেশটির পাওয়ার গ্রিডের ওপরে হামলা চালিয়েছে, তার নিন্দা করা উচিত। ওই হামলায় হাসপাতালে পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।’
প্যালোন বলেন, ‘ওই অঞ্চলে চীনকে আমরা প্রভুত্ব করতে দেবো না। তারা সব দেশকে ভয় দেখাতে চায়।’ মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তারা রেকর্ডেড ফিউচারের ওই রিপোর্ট সম্পর্কে অবগত। দফতরের এক মুখপাত্র বলেন, ‘আমরা ওই সমীক্ষার কথা জানি। সাইবারস্পেসে হামলার বিরুদ্ধে আমরা দুনিয়াজুড়ে কাজ করছি।’


আরো সংবাদ



premium cement
মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বাংলাদেশ দূতাবাসের বই অনুদান ক্ষমতায় যেতে বিএনপি বিদেশী প্রভুদের দাসত্ব করছে : কাদের ক্যান্সারে আক্রান্ত শিশু সুলতান মাহমুদকে বাঁচাতে সাহায্যের আবেদন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৫ মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

সকল