০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


খালেদার জিয়ার মুক্তি নির্ভর করছে আদালতের ওপর : কাদের

-

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে। বেগম খালেদা জিয়ার মামলার বিষয়েও সরকারের কোনো হস্তক্ষেপ নেই। কেবল দুটো মামলায় জামিন নয়, সব মামলা থেকে জামিন পেলে আর আদালত নির্দেশ দিলে সরকার খালেদা জিয়াকে জেলে রাখতে পারবে না।
গতকাল মঙ্গলবার রাজধানীর কাউলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া দলের নেতাকর্মীদের শাস্তির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পদক বলেন, ‘বিদ্রোহী প্রার্থীদের শাস্তি নানাভাবেই নিশ্চিত করা হচ্ছে। এমনও সিদ্ধান্ত আছে, যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে কাজ করবে, তাদের আর দল থেকে মনোনয়ন দেয়া হবে না।’ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের বিষয়ে তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে এমআরটি লাইনগুলো তৈরি হয়ে যাবে। মেট্রোরেলের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হবে।’ তিনি জানান, ‘তিন ধাপে সম্পন্ন হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ। প্রথম ধাপ বিমানবন্দর থেকে বনানী রেলক্রসিং, দ্বিতীয় ধাপ বনানী থেকে মগবাজার রেলক্রসিং এবং তৃতীয় ধাপ মগবাজার থেকে শনির আখড়ায় গিয়ে শেষ হবে। পুরো কাজ শেষ হবে ২০২২ সালের মার্চ নাগাদ। তবে তিন ধাপের পুরো নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ের সুফল ভোগ করা যাবে না। আগামী জানুয়ারির মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের (বিমানবন্দর থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত) নির্মাণকাজ শেষ হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা করছে মার্কিন ভোটারদের ৪১ শতাংশ কালিয়াকৈরে ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় নিহত ২ স্বপ্ন জয়ের লক্ষ্যে জবিতে পরীক্ষা দিলেন বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থী ইউরোপ ‘ত্রিমুখী ঝুঁকির’ সম্মুখীন : ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারকে চাপে ফেলতে বিএনপি নিজেরাই চাপে আছে : ওবায়দুল কাদের রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ ডুয়েট শিক্ষার্থী-পরিবহন শ্রমিক সংঘর্ষ, ঢাকা-গাজীপুর বাস চলাচল বন্ধ রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে বন্ধ সড়ক যোগাযোগ বিকেএসপিতে সাকিব ঝড়, অবসান ৫ বছরের অপেক্ষা গলাচিপায় একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

সকল