০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


নির্বাচনে হস্তক্ষেপ করতে ইউক্রেন রাশিয়ায় হামলা জোরদার করেছে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন - ছবি : বাসস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, ইউক্রেন রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে দেশটির ভূখণ্ডে হামলা জোরদার করেছে।

দুই বছরেরও বেশি সময় আগে মস্কো ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে রাশিয়া এ সপ্তাহে তাদের ভূখণ্ডে সবচেয়ে বেশি হামলার সম্মুখীন হয়েছে।

রিয়া-নভোস্তিনিউজ এজেন্সি পুতিনের বরাত দিয়ে বলেছে, ‘আমার কোনো সন্দেহ নেই যে ইউক্রেনের এসব হামলার মূল লক্ষ্য হচ্ছে, রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ব্যাহত করা।’

আগামী ১৫-১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের মধ্যদিয়ে পুতিন আরো ছয় বছরের জন্য তার ক্ষমতায় থাকা নিশ্চিত করতে যাচ্ছেন।এ শতাব্দীর শুরু থেকে তিনি রাশিয়া শাসন করে আসছেন। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement