২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

এফ-১৬ বিমান নিশ্চিত করার পর জি৭ সম্মেলনে যোগ দিলেন জেলেনস্কি

এফ-১৬ বিমান নিশ্চিত করার পর জি৭ সম্মেলনে যোগ দিলেন জেলেনস্কি - ছবি : সংগ্রহ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান প্রাপ্তি এবং ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ প্রদানের বিষয়টি নিশ্চিত করার এক দিন পর প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপান গেছেন।

জেলেনস্কির জাপান সফরটি অপ্রত্যাশিতই ছিল। এর আগে তিনি ইউক্রেনের পাইলটদের এফ-১৬ বিমান চালানোর প্রশিক্ষণ প্রদান করার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তকে ঐতিহাসিক হিসেবে স্বাগত জানান।

উল্লেখ্য, জেলেনস্কি দীর্ঘ সময় ধরে এফ-১৬ যুদ্ধবিমান চাচ্ছিলেন। কিন্তু বাইডেন তা দিতে অস্বীকার করে আসছিলেন। তিনি বলছিলেন যে এর ফলে রাশিয়ার সাথে সঙ্ঘাত আরো বাড়বে।

তবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জোর দিয়ে বলেন যে মার্কিন নীতিতে ইউ-টার্নের কোনো অবকাশ নেই।
তিনি বলেন, আমরা এমন এক স্থানে রয়েছি, সেখান থেকে ফেরার উপায় নেই। ইউক্রেনকে নিজেদের রক্ষা করার মতো শক্তি দিতে হবে।

তিনি শনিবার সাংবাদিকদের বলেন, এফ-১৬ জঙ্গি বিমান এরই অংশবিশেষ।

সূত্র : আল জাজিরা

 


আরো সংবাদ



premium cement