২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে, হুঁশিয়ারি উচ্চারণ করলো জার্মানি

রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে, হুঁশিয়ারি উচ্চারণ করলো জার্মানি - ছবি : সংগৃহীত

রাশিয়া এবং জার্মানির মধ্যে উত্তেজনা বৃদ্ধির ঘটনা প্রতিরোধে পশ্চিমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো উচিত। গতকাল শনিবার একথা বলেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস।

একই সাতে তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্যই ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করার কথা বলেন।

জার্মানির দক্ষিণাঞ্চলের একটি শহরে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এক সম্মেলনের দেয়া বক্তৃতায় জার্মান চ্যান্সেলর এসব কথা বলেন।

তিনি দাবি করেন, রাশিয়ার সাথে ন্যাটো সামরিক জোটের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বহু মানুষ ভীত এবং এই ভীতির যথেষ্ট যৌক্তিক কারণ আছে।

তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ন্যাটো জোট এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মানুষের মধ্যে যে ভীতি সৃষ্টি হচ্ছে তাকে পশ্চিমাদের বিবেচনায় নেয়া উচিত।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলোরও উদ্বিগ্ন হওয়া দরকার যাতে রাশিয়া এবং ন্যাটোর মধ্যকার উত্তেজনা যুদ্ধের দিকে মোড় নিতে না পারে। জার্মান চ্যান্সেলর বলেন, এখন যথেষ্ট বিচক্ষণতার তার সাথে কাজ করা দরকার।

এর আগে গত মাসে তিনি একই ধরনের বক্তব্য রেখেছিলেন। তখন তিনি ইউক্রেন সংঘাতের বিষয়ে বেপরোয়া পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, কোনোভাবেই রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত শুরু করা ঠিক হবে না।


আরো সংবাদ



premium cement
মুরাদনগরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, পুড়ছে ক্ষেতের ফসল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানালো উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হোসেনপুরে চাঞ্চল্যকর সবুজ মিয়ার হত্যায় ভাতিজা গ্রেফতার দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় সীমান্তে গুলির শব্দ নেই, তবুও আতঙ্কে স্থানীয়রা রাঙ্গাবালীর খালে পাওয়া টর্পেডো উদ্ধার করেছে নৌ-বাহিনী লক্ষ্মীপুরে বিজয়ী ও পরাজিত উভয় চেয়ারম্যান প্রার্থী আটক ৩৪ বছরেও মুছেনি ভয়াল ২৯ এপ্রিলের দুঃসহ স্মৃতি যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

সকল