২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া জাপানি নাগরিক নিহত

- ছবি - সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সৈন্যদের পাশে থেকে লড়াই করা জাপানের এক নাগরিক নিহত হয়েছেন। তিনি এ যুদ্ধে নিহত জাপানের প্রথম নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার টোকিও’তে কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো জানান, ২০ বছর বয়সী এ ব্যক্তি বুধবার ইউক্রেন যুদ্ধে নিহত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরু হওয়ার পর তিনি এ যুদ্ধে নিহত প্রথম জাপানি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জাপান যুদ্ধ বিধ্বস্ত দেশটি ছাড়তে তাদের নাগরিকদের আহ্বান জানায়।

মাতসুনো সাংবাদিকদের বলেন, ‘জাপানের কূটনীতিকরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ওই ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করছেন।’

জিজি প্রেস পরিবেশিত খবরে বলা হয়, এ ব্যাপারে কর্মকর্তারা বিস্তারিত আর কিছু জানাননি। তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি ছোট সৈন্যদলের সাথে যুদ্ধ করেন।


আরো সংবাদ



premium cement