৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


রাশিয়ার কাছে ইউক্রেনের সহস্রাধিক সেনার আত্মসমর্পণ!

ইউক্রেনীয় সেনাবাহিনীর ৩৬তম মেরিন ব্রিগ্রেডের আত্মসমর্পণ - ছবি : সংগৃহীত

রাশিয়া দাবি করেছে যে ইউক্রেনের মারিউপোল শহরে দেশটির সহস্রাধিক সেনা তাদের কাছে আত্মসমর্পণ করেছে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর-জেনারেল ইগর কোনাশেনকভ জানিয়েছেন, ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরে দেশটির একহাজার ২৬ জন সেনা আত্মসমর্পণ করেছে। এসব ইউক্রেনীয় সেনারা দেশটির ৩৬তম মেরিন ব্রিগ্রেডের অন্তর্ভুক্ত। তারা মারিউপোল শহরের একটি স্টিল কারখানায় আত্মসমর্পণ করেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আত্মসমর্পণ করা এসব ইউক্রেনীয় সেনাদের মধ্যে ১৬২ জন অফিসার, ৪৭ জন নারী সেনা ও ১৫১ জন আহত সেনা আছেন। আহত ইউক্রেনীয় সেনাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্টোভিচ এ আত্মসমর্পণের বিষয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু তিনি এক টুইটে বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে দেশটির ৩৬তম মেরিন ব্রিগ্রেডের সেনারা একটি ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপের কথা বলেছিল।

গত ফেব্রুয়ারি মাস থেকেই ইউক্রেনের মারিউপোল শহর অবরোধ করে রেখেছে রুশ সেনারা। এসব রুশ সেনারা এখন বিভিন্ন সঙ্কটের মধ্যে পড়ার পরেও মারিউপোল শহর অবরোধ থেকে পিছু হটেনি।

সূত্র : আল-জাজিরা, স্টার ট্রিবিউন


আরো সংবাদ



premium cement