০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


বেলারুশ থেকে ইউক্রেনের পশ্চিম ভলিন অঞ্চলে তীব্র আক্রমণের শঙ্কা

ইউক্রেনের পশ্চিম ভলিন অঞ্চলে রুশ আক্রমণের শঙ্কা - ছবি : সংগৃহীত

বেলারুশ থেকে ইউক্রেনের পশ্চিম ভলিন অঞ্চলে মারাত্মক হামলার আশঙ্কা করা হচ্ছে। এ হামলায় রাশিয়া নাকি বেলারুশের সেনাবাহিনী অংশ নিবে তা নিশ্চিত করেনি ইউক্রেনীয় কর্তৃপক্ষ। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইউক্রেনীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বেলারুশ থেকে ইউক্রেনের পশ্চিম ভলিন অঞ্চলে মারাত্মক হামলার আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের উত্তর, দক্ষিণ ও পূর্বের অঞ্চলগুলোতে সামরিক অভিযান চালাতে রাশিয়া সবচেয়ে বেশী জোর দিচ্ছে। তবে পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। গত সপ্তাহে রাশিয়া ওই ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ ব্যাপারটা এখনো নিশ্চিত করেনি যে রাশিয়া নাকি বেলারুশের সেনাবাহিনী ওই হামলা করবে। তবে বেলারুশের সেনাবাহিনী এ বিষয়টা এখনো নিশ্চিত করেনি যে তারা রাশিয়ার সাথে মিলে ইউক্রেন আক্রমণ করবে।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement