০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


'সেব্রেনিৎসার গণহত্যা অস্বীকারকে প্রত্যাখান করছে ইইউ'

সেব্রেনিৎসা গণহত্যায় এক নিহতের শনাক্ত দেহাবশেষ দাফনের জন্য নেয়া হচ্ছে - ছবি : ডেইলি সাবাহ/রয়টার্স

ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ১৯৯৫ সালে সংগঠিত সেব্রেনিৎসার গণহত্যাকে অস্বীকার করার সকল পদক্ষেপকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। সোমবার সংস্থাটি পরিচালনাকারী পরিষদ ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

আনা পিসোনেরো ইউরোপীয় কমিশনের দৈনিক সংবাদ সম্মেলনে বলেন, 'ইইউ মূল্যবোধের সংস্থা। যুদ্ধ অপরাধসহ যুদ্ধকালীন সময়ের প্রামান্য তথ্যসমৃদ্ধ ও প্রতিষ্ঠিত ঘটনার অস্বীকার এই মূল্যবোধের ভিত্তির সাথে সাংঘর্ষিক।'

এর আগে গত সপ্তাহে মন্টেনিগ্রোর আইন, মানব ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ভ্লাদিমির লেপোসাভিচ মন্তব্য করেন, সেব্রেনিৎসার গণহত্যা বিশ্বাসযোগ্যভাবে প্রমাণিত নয়।

সেব্রেনিৎসার গণহত্যাকে আধুনিক ইউরোপের ইতিহাসে অন্ধকারতম এক অধ্যায় হিসেবে উল্লেখ করে পিসোনেরো বলেন, 'ইউরোপীয় ইউনিয়ন সেব্রেনিৎসার গণহত্যার যেকোনো অস্বীকার, বিকৃতি বা অপব্যাখ্যাকে প্রত্যাখান ও নিন্দা করছে।'

তিনি বলেন, 'এই অঞ্চলের সব রাজনীতিক নেতাদের জন্য এখনই সময় ক্ষতিগ্রস্তদের সম্মান জানানোর সাথে সাথে সংঘাতের মিমাংসার পথকে এগিয়ে নিতে কাজ করা।'

বসনিয়ার যুদ্ধ চলাকালীন সময়ে ১৯৯৫ সালের জুলাইয়ে জাতিসঙ্ঘের 'নিরাপদ এলাকা' হিসেবে ঘোষিত পূর্ব বসনিয়ার সেব্রেনিৎসা শহরে সার্ব বাহিনী আট হাজার তিন শ' বসনীয় মুসলমান পুরুষ ও বালককে হত্যা করে। ১৯৯১ সালে যুগস্লাভিয়ার ভাঙনের পর বসনীয় মুসলমানরা নিজেদের স্বাধীন রাষ্ট্র দাবির জেরে সার্বিয়ার সাথে যুক্ত হতে চাওয়া সার্বরা সশস্ত্রভাবে দমন অভিযান শুরু করলে প্রায় চার বছরের যুদ্ধের সূচনা হয়।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement