১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


করোনাভাইরাস

ব্রিটেনের সাথে ফ্লাইট বন্ধ করে দিয়েছে ইতালি

ব্রিটেনের সাথে ফ্লাইট বন্ধ করে দিয়েছে ইতালি - ছবি : সংগৃহীত

হঠাৎ করে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রোববার থেকে ব্রিটেনের সাথে ফ্লাইট বন্ধ করে দিয়েছে ইতালি। এদিকে সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে নতুন করে লকডাউনের ঘোষণা দিয়েছে লন্ডন। এরপরই অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর মতো ইতালিও ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মাইও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, সরকার হিসেবে আমাদের দায়িত্ব ইতালিয়ানদের সুরক্ষা দেয়া। ব্রিটিশ সরকারের সতর্কতার কারণে এবং উভয় দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাক্ষরিত এক আদেশে গ্রেট বিট্রেনের সঙ্গে ফ্লাইট চলাচল বাতিল করা হয়।

তবে কতদিন ধরে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে তা বিস্তারিত জানানো হয়নি।

তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে, ইতালিয়ান সরকার ক্রিসমাসের ছুটি উপলক্ষ্যে দেশটিতে কড়াকড়ি আরোপ করেছে। জনসমাগম এড়াতে নাগরিকদের চলাচল সীমিত করা হয়েছে; যাতে দেশ জুরে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে। ধারণা করা হচ্ছে, ইতালিতে আগামী বছর করোনার তৃতীয় ঢেউ শুরু হতে পারে।

যুক্তরাজ্যে করোনায় প্রকোপ বাড়ায় ইতোমধ্যে বেলজিয়াম ও নেদারল্যান্ডস গ্রেট ব্রিটেনের সঙ্গে ফ্লাইট ও রেলপথ বন্ধ করে দিয়েছে।


আরো সংবাদ



premium cement