১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার - প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানাধীন মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের মহেষপুর রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তার পরিচয় শনাক্ত করা যায়নি, বয়স আনুমানিক ৫০ বছর।

মঙ্গলবার (১৪ মে) সকাল ১০ টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আখাউড়া রেলওয়ে থানাধীন মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের ২১০/২ ও ২১০/৩ কিলোমিটার মহেষপুর রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করি। ওই ব্যক্তি অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে স্থানীয়রা জানিয়েছে।’

তিনি আরো বলেন, লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করবে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: আজহার উদ্দিন জানান।


আরো সংবাদ



premium cement