১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাভারে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

সাভারে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার - নয়া দিগন্ত

ঢাকার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ এক যুবলীগ নেতা ও তার নারী সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ।

মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার যুবলীগ নেতার নাম মো: আব্দুল হামিদ (৪০)। তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের মো: আব্দুল ওহাবের ছেলে। গ্রেফতার নারী সহযোগী স্থানীয় মরহুম হানিফ মিয়ার মেয়ে পপি আক্তার (২০)।

জানা গেছে, সোমবার রাতে বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মো: আব্দুল হামিদ ও পপিকে গ্রেফতার করা হয়।

রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, তাদের নামে সাভার মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement