০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


জার্মানির সাবেক রাষ্ট্রপতির ছেলেকে ছুরি মেরে হত্যা

ফ্রিটজ ফন ভাইৎসেকার (বা থেকে দ্বিতীয়) - ছবি : সংগৃহীত

জার্মানির পরলোকগত রাষ্ট্রপতি রিশার্ড ফন ভাইৎসেকারের ছেলে ফ্রিটজ ফন ভাইৎসেকার মঙ্গলবার বার্লিনের একটি হাসপাতালে বক্তৃতা দেয়ার সময় ছুরিকাঘাতে নিহত হয়েছেন৷

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম বার্লিনের চার্লটেনবুর্গে শ্লসপার্ক হাসপাতালে চিকিৎসা বিষয়ে বক্তৃতা করার সময় ফন ভাইৎসেকারকে (৫৯) এক ব্যক্তি ছুরি মারেন৷ ফন ভাইৎসেকার ওই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন৷ জনতার সহায়তায় হামলাকারীকের আটক করা হয়েছে৷

হামলাকারীকে থামানোর চেষ্টা করতে গিয়ে দর্শকদের মধ্য থেকে একজন গুরুতর আহত হয়েছেন৷ ওই ব্যক্তিকে চিকিৎকার জন্য হাসপাতালে নেয়া হয়েছে৷

শ্লসপার্ক হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত এ ধরনের বক্তৃতার আয়োজন করে এবং সবার জন্য তা উন্মুক্ত থাকে৷

কর্তৃপক্ষ জানিয়েছে, হত্যার তদন্ত শুরু হয়েছে এবং তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন শ্রোতা ছাড়াও হাসপাতালের কর্মচারীদেরও বক্তব্য নিয়েছে৷

চিকিৎসায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন ফন ভাইৎসেকার ২০০৫ সালে বার্লিনের শ্লপার্ক ক্লিনিকে ওই পদে যোগ দেয়ার আগে ফ্রাইবুর্গ, বোস্টন এবং জুরিখে কাজ করেন৷

তিনি জার্মানির পরলোকগত রাষ্ট্রপতি রিশার্ড ফন ভাইৎসেকারের চার সন্তানের একজন৷ ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জার্মান রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন রিশার্ড ফন ভাইৎসেকার, ২০১৫ সালে মারা যান তিনি৷

জার্মানির ফ্রি ডেমোক্র্যাটিক পার্টির নেতা ক্রিস্টিয়ান লিন্ডার বলেছেন, ফ্রিটজ ফন ভাইৎসেকারের মৃত্যুতে তিনি ‘স্তব্ধ’ হয়ে পড়েছিলেন৷

লিন্ডার লিখেছেন, ‘‘আমার বন্ধু ফ্রিটজ ফন ভাইৎসেকারকে আজ বার্লিনে ছুরিকাঘাত করা হয়েছিল৷ তিনি একজন নিবেদিতপ্রাণ ডাক্তার এবং ভালো ব্যক্তি৷ বারবিকিউয়ের জন্য তিনি কেবল আমাদের বাড়িতে এসেছিলেন৷ আমি স্তব্ধ হয়েছি এবং অবশ্যই আমার দুঃখ ভাগাভাগি করতে হবে৷ একবার আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আমরা কোন জগতে বাস করি৷’’
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা করছে মার্কিন ভোটারদের ৪১ শতাংশ কালিয়াকৈরে ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় নিহত ২ স্বপ্ন জয়ের লক্ষ্যে জবিতে পরীক্ষা দিলেন বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থী ইউরোপ ‘ত্রিমুখী ঝুঁকির’ সম্মুখীন : ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারকে চাপে ফেলতে বিএনপি নিজেরাই চাপে আছে : ওবায়দুল কাদের রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ ডুয়েট শিক্ষার্থী-পরিবহন শ্রমিক সংঘর্ষ, ঢাকা-গাজীপুর বাস চলাচল বন্ধ রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে বন্ধ সড়ক যোগাযোগ বিকেএসপিতে সাকিব ঝড়, অবসান ৫ বছরের অপেক্ষা গলাচিপায় একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

সকল