২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


মিলনের সুরে গাইলেন মনির খান

মিলনের সুরে গাইলেন মনির খান -

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান প্রতিনিয়তই নতুন নতুন গান প্রকাশের দিকে মনোযোগী থেকেছেন। নিজের ইউটিউব চ্যানেলে, নিজের ফেসবুক পেজে সেসব গান নিয়মিত প্রকাশ করে থাকেন। এখনো দর্শক শ্রোতার কাছে তার গানের এক আলাদা আবেদন রয়েছে। এ দিকে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার মুহাম্মদ মিলনও প্রতিনিয়ত নতুন নতুন গানের সুর করছেন, নিজেও গাইছেন সেসব গান। এবারই প্রথম মনির খান মিলনের সুরে নতুন একটি গান গাইলেন। মনির খান তার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য নতুন গানটি গেয়েছেন। গানটি লিখেছেন সম্রাট শাহ, সঙ্গীত পরিচালনা করেছেন শেখ মোহাম্মদ রেজওয়ান। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান মনির খান। গানের কথা এমন ‘আমি এক সুতোয় কাঁটা ঘুরি, তোমার নষ্ট আকাশজুড়ে উল্টো হাওয়ায় ঘুরি’। গানটি প্রসঙ্গে মনির খান বলেন, ‘মিলন গানটির এত চমৎকার সুর করেছে যে, আমার মন ভরে গেল। আর গানের কথা, সুর, সঙ্গীতায়োজন সব মিলিয়ে মনোমুগ্ধকর একটি গান হয়েছে। আমার বিশ^াস গানটি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ মুহাম্মদ মিলন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সেই ছোটবেলা থেকেই শ্রদ্ধেয় মনির খান ভাইয়ের গানের এবং তার কণ্ঠের ভীষণ ভক্ত আমি। এখনো তার গান মুগ্ধ হয়ে শুনি। সেই প্রিয় শিল্পী, প্রিয়তর মানুষ আমার সুরে গান গেয়েছেন- এটি আসলে সত্যিই কত বড় প্রাপ্তি এটি আসলেই ভাষায় প্রকাশের নয়।’ আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হবে। এটি নির্মাণ করবেন গানটির গীতিকার সম্রাট শাহ, তার গ্রামের বাড়ি বগুড়ায়। তিনি জানান, ‘মনির খান অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে এ গানটি প্রকাশ পাবে। এ দিকে গত বৃহস্পতিবার মনির খানের আরেকটি ইউটিউব চ্যানেলে ‘এমকে মিউজিক টোয়েন্টিফোর’ মিল্টন খন্দকারের লেখা ও সুরে ‘দুঃখ দিলা এমন দুঃখ, দুঃখের নদী জলে’ গানটি প্রকাশিত হয়েছে। এ দিকে কিছু দিন আগে মিলনের সাথে কোনালের ‘পাই না তোকে’ গানটি প্রকাশিত হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল? কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সকল