৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


আসছে তামান্না প্রমির ‘প্রথম দেখায়’

আসছে তামান্না প্রমির ‘প্রথম দেখায়’ -

আসছে তামান্না প্রমির ‘প্রথম দেখায়’ তামান্না প্রমি, এই প্রজন্মের সঙ্গীতশিল্পী। দেশের সঙ্গীতাঙ্গনের নতুন প্রজন্মের একজন হয়ে তার মনটাও এখন বিষণœ। কারণ দেশ হারিয়েছে এই দেশের বরেণ্য একজন কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, কাহিনীকারক, তিনি গাজী মাজহারুল আনোয়ার। তার এ মৃত্যুতে তামান্না প্রমিও আজ শোকাহত। এই শোক কাটিয়ে ওঠা আমাদের সবার জন্য অনেক সময়ের ব্যাপার। কারণ বাংলাদেশের গানে এবং চলচ্চিত্রে তার যে অবদান তা আর কারো ক্ষেত্রেই নেই। তাই এই শোক কাটিয়ে ওঠা অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু তার পরও জীবন থেমে থাকে না, জীবন চলে জীবনের নিয়মে। প্রমি গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যু বলেন, ‘তিনি আমাদের সংস্কৃতি অঙ্গনের একজন মহীরুহ ছিলেন। একাধারে তিনি একজন চলচ্চিত্র পরিচালক, আবার একজন বিশ^নন্দিত গীতিকারও বটে। যতদূর জানি তিনি ২০ হাজারেরও বেশি গান লিখেছেন, একুশে পদক, স্বাধীনতা পদকসহ আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলাদেশের এমন কোনো শিল্পী নেই যে তিনি তার লেখা গানে কণ্ঠ দেননি। হয়তো নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে কারো কারো সৌভাগ্য হয়নি। এমন একজন মহান ব্যক্তিত্বের মৃত্যুতে আমরা সত্যিই আজ শোকাহত। দোয়া করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।’ তামান্না প্রমি গানের পাশাপাশি পড়ালেখাটাও নিয়মিত চালিয়ে যাচ্ছেন। আজকের দিনটিও অবশ্য তার জন্য একটু স্পেশাল কারণ, আজ তার বন্ধু সঙ্গীতশিল্পী আকিব বিন আখতারের জন্মদিন। বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে প্রমি বলেন,‘আকিব আমার খুব ভালো বন্ধু। ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা। আকিব সবসময সুস্থ থাকুক, ভালো থাকুক এই দোয়াই করি।’


আরো সংবাদ



premium cement