০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


নারীদের শ্রদ্ধাঞ্জলি ‘শোনো পৃথিবী শোনো’

-

আজ বিশ^ নারী দিবস। সারা বিশে^ আজ নারীদেরকে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হবে নানানভাবে। বাংলাদেশেও নারীদেরকে নানান আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হবে। গত বছর এই দিনে নারীদেরকে শ্রদ্ধা জানিয়ে গীতিকবি অধরা জাহানের উদ্যোগে অধরা জাহানের কথায় একটি গানের মধ্য দিয়ে নারীদেরকে বিশেষভাবে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছিল। অধরা জাহান এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। এবারের নারী দিবসেও তিনি নারীদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি গান রচনা করেছেন। গানের শিরোনাম ‘শোনো পৃথিবী শোনো’। এই গানের সুর করার মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারো সুরকার হিসেবে যাত্রা শুরু হলো আলম আরা মিনুর। আলম আরা মিনু বলেন, ‘আগেও আমি বেশ কিছু গানের সুর করেছি। কিন্তু মাঝে সুর করা থেকে বিরত ছিলাম। শোনো পৃথিবী শোন গানটির সুর করার মধ্য দিয়ে আবারো সুরের ভুবনে আমার যাত্রা শুরু হলো। আশা করছি এখন থেকে নিয়মিতই গানের সুর করবো।’
গানটির সঙ্গীতায়োজন করেছেন মানাম আহমেদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমানা ইসলাম, আঁখি আলমগীর, রিজিয়া পারভীন, কনা, ন্যানসি, নিশীতা বড়–য়া, অবন্তী সিঁথি এবং আলম আরা মিনু নিজেও। গানটিতে কবিতা আবৃত্তি করেছেন বুলবুল মহলানবিশ, অর্পা এবং অধরা জাহান। গানটিতে নৃত্য পরিবেশন করেছেন চাঁদনী। এই গানটি প্রসঙ্গে গীতিকার অধরা জাহান বলেন, ‘আমি মুগ্ধ, আমি আবেগাপ্লুত যারা আমাকে এবং মিনু আপাকে শ্রদ্ধা জানিয়ে গান গেয়েছেন , কবিতা পড়েছেন। তাদের স্নেহ ভালোবাসার প্রতি আমি ঋণী। সুরকার মিনু আপার প্রতি আজীবন শ্রদ্ধা রাখার নিরন্তর চেষ্টা করবো। অনেক কৃতজ্ঞতা মানাম ভাইয়ের প্রতি। পৃথিবীর সব নারী-পুরুষের প্রতি উৎসর্গকৃত আমাদের এই প্রয়াস। কারণ পুরুষহীন কোনো নারী দিবসের অস্তিত্ব নেই।’

 


আরো সংবাদ



premium cement
ভাবী : তার মা, বাবা ও ফুফা সিরিজে এগিয়ে যাবার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম

সকল