২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মম’র আগামীকাল

-

আগামী মার্চ মাসে মুক্তি পেতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনীত সিনেমা ‘আগামীকাল’। সিনেমাটির প্রযোজক টুটুল চৌধুরী গতকাল এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি আগামী স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেই সিনেমাটি মুক্তি দেয়ার। তার জন্য সিনেমাটি মুক্তির যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি।’ ‘আগামীকাল’ সিনেমায় মম অভিনয় করেছেন রূপা চরিত্রে। এই সিনেমাতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘সিনেমার গল্প এবং আমার চরিত্র আমার কাছে এক কথায় খুবই ভালো লেগেছে। অঞ্জন আইচ দাদার নির্দেশনায় এর আগে নাটকে অভিনয় করেছি। যে কারণে তার সম্পর্কে আমি অবগত। তিনি চেষ্টা করেছেন গল্পটা যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটুকু সিনেমাটি মুক্তি পেলে দর্শকই ভালো বলতে পারবেন। তবে আমি সত্যিই সিনেমাটি নিয়ে আশাবাদী। দর্শকের কাছে অনুরোধ থাকবে সিনেমাটি মুক্তি পেলে তারা যেন করোনায় নিজেদের সতর্ক রেখে, সচেতন থেকে হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেন।’ এই সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয়ের জন্য জাকিয়া বারী মম প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। দীর্ঘ ১৩ বছর পর তৌকীর আহমেদের পরিচালনায় মম আবারো একটি সিনেমায় অভিনয় করেছেন, যার নাম স্ফুলিঙ্গ। মম’র ভাষ্যমতে স্ফুলিঙ্গতে মম’কে নতুনরূপে দর্শক দেখতে পাবেন। তৌকীর আহমেদও আশাবাদী মম’র নতুন রূপটি নিয়ে। জাকিয়া বারী মম অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘ছুঁয়ে দিলে মন’, ‘আলতাবানু’, ‘দহন’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘স্বপ্নের ঘর’। জাকিয়া বারী মম এখন বেছে বেছে নাটকে এবং সিনেমাতে কাজ করছেন। বিশেষত চ্যালেঞ্জিং চরিত্রগুলোতেই তিনি নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন। ওয়েব সিরিজেও কাজ করছেন মম। এরই মধ্যে আরিফিন শুভর সঙ্গে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন কৃষ্ণেন্দু।


আরো সংবাদ



premium cement