২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লুবনা লিমির পিছুটান

-

ময়মনসিংহের মেয়ে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী লুবনা লিমি। গানে নিজেকে শুদ্ধ সুরে বহু বছর চর্চায় রেখেই তারপর পেশা হিসেবে বেছে নিয়েছেন গানকে। নিজেকে বিভিন্ন সময়ে গানে সিদ্ধহস্ত করেছেন ময়মনসিংহেরই ওস্তাদ মাসুদ করিম, আনোয়ার হোসেন আনু, সুমিতা নাহাসহ আরো অনেকের কাছে। গানে তার পারদর্শিতার কারণে একসময় ময়মনসিংহ ক্যাডেট কলেজেও শিক্ষার্থীদের গানে প্রশিক্ষণ দিয়েছেন। সেই লুবনা লিমির বাজারে রয়েছে তিনটি একক অ্যালবামও। সেগুলো হচ্ছেÑ ‘সত্যি বলছি ছয়’, ‘একটুখানি ঘুম’ ও ‘গান গল্প ভালোবাসা’। তার প্রথম মৌলিক গান ছিল ‘অচেনা মানুষ’ যা তার নিজেরই লেখা ও সুর করা। সঙ্গীতায়োজন করেছিলেন তানভীর আলম সজীব। লুবনা লিমির অনেক গানই প্রকাশিত হওয়ার পর পেয়েছে বেশ শ্রোতাপ্রিয়তা যার বেশির ভাগই তার লেখা ও সুর করা। লুবনা লিমি এভাবেই গানের সাথে নিজেকে আপাদমস্তক সম্পৃক্ত করে নিয়েছেন। তাই গান নিয়েই তার সব ভাবনা। এরই মধ্যে ‘পিছুটান’ নামের একটি গান গেয়েছেন তিনি। এই গানটি নিয়ে এখন তিনি অনেক বেশি আশাবাদী। গানের কথা লিখেছেন সুজন বড়–য়া সামি এবং সুর সঙ্গীত করেছেন সজীব দাস। গানটি প্রসঙ্গে লুবনা লিমি বলেন, ‘পিছুটান গানটি নিয়ে আমার নিজের মধ্যে অনেক আশার সৃষ্টি হয়েছে। গানটির প্রথম দু’টি লাইন হচ্ছে ভুল বুঝে দূরে থাকে, কাছে থাকা দু’টি মন...লাইন দুটো প্রথমে পড়েই আমার ভীষণ ভালো লেগেছিল। পরবর্তীতে গানটির অনবদ্য সুর সৃষ্টি করলেন সজীব দাদা, তখন মনের ভেতর গেঁথে গেল। আমিও আপ্রাণ চেষ্টা করেছি নিজের মনের মতো গাইবার। প্রেমে বিরহের এই গানটি অসাধারণ একটি গানই হয়েছে বলে আমি আশাবাদী। তা ছাড়া সজীব দাদার সুরের প্রতি আমার অন্যরকম ভালোলাগা ভালোবাসা আছে। যে কারণে তার সুরের প্রতি আমার আস্থা চলে এসেছে। আমি বারবার তার সুরে গাইতে চাই।’ লুবনা লিমি জানান, শিগগিরই ‘পিছুটান’ গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

 


আরো সংবাদ



premium cement
কলকাতার রাস্তায় চাকরি হারানো শিক্ষকরা শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম

সকল