৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ধারাবাহিকে শাকিলা, সাথে অপু

-

গেল কোরবানির ঈদে মডেল শাকিলা পারভীন একটি খণ্ড নাটকে প্রথম অভিনয় করেন। এরমধ্যে আরো বেশ কয়েকটি নাটকে অভিয়ের জন্য প্রস্তাব পেলেও গল্প ভালো না লাগায় শাকিলাকে আর কোনো নাটকে দেখা যায়নি। তবে এবারই প্রথম শাকিলা ধারাবাহিক নাটকে অভিনয় করলেন। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় আরটিভিতে প্রচারিত চলতি ধারাবাহিক নাটক ‘বিষয়টি পারিবারিক’ নাটকের সাথে সম্পৃক্ত হয়েছেন তিনি। গেল রোববার রাজধানীর উত্তরার ক্ষণিকালয় শুটিং হাউজে এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিলা। নাটকটিতে তিনি শাকিলা নামেই অভিনয় করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে তিনি পেয়েছেন দর্শকপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু। ধারাবাহিকটিতে অপু অভিনয় করছেন টিংকু চরিত্রে। ধারাবাহিকটিতে অভিনয় এবং শাকিলা প্রসঙ্গে অপু বলেন,‘ এরই মধ্যে ধারাবাহিকটির ৩০ পর্ব প্রচার হয়েছে। ইমরাউল রাফাতের নির্দেশনায় এর আগে একটি ধারাবাহিকসহ বিশেরও অধিক খণ্ড নাটকে অভিনয় করেছি। নির্মাতা হিসেবে বেশ গুণী একজন নির্মাতা। তার নির্দেশনায় কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে। এই ধারাবাহিকটির জন্যও আমি বেশ সাড়া পাচ্ছি। আমাদের এই ধারাবাহিকের নতুন শিল্পী শাকিলা। এটা তার প্রথম ধারাবাহিক। নতুন হিসেবে বেশ ভালো অভিনয় করেছে।’ শাকিলা পারভীন বলেন, ‘ধন্যবাদ অপু ভাইকে আমাকে সহযোগিতা করার জন্য। রাফাত ভাইয়ের নির্দেশনায় প্রথম কাজ করেই ভীষণ ভালো লেগেছে। তিনি এতটাই চমৎকারভাবে দৃশ্য বুঝিয়ে দেন যে ক্যামেরার সামনে খুব সহজেই চরিত্রটিতে তুলে ধরা যায়। আমার প্রথম ধারাবাহিকের কাজটি একজন গুণী নির্মাতার নাটক দিয়ে হলো, এটাও একটা বাড়তি আনন্দ।’ প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় আরটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে ‘বিষয়টি পারিবারিক’ ধারাবাহিকটি। এদিকে এরই মধ্যে দুটি সিনেমার কাজ শেষ করেছেন রাশেদ মামুন অপু। একটি ‘গাঙচিল’ এবং অন্যটি ‘পরাণ’। রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি এবং এই চরিত্রটি নিয়েও দারুণ আশাবাদী অপু। অপু নির্দেশিত ‘জায়গা দিও’ গানের মিউজিক ভিডিওটিও বেশ প্রশংসিত হয়েছে। শাকিলা অভিনীত প্রথম নাটক ছিল ‘সেকে হাজব্যা’, এতে তার বিপরীতে ছিলেন মীর সাব্বির। এরই মধ্যে শাকিলা তথ্যচিত্র ‘তথ্য আপা’তে কাজ করেছেন। এটি দেশ-বিদেশে প্রচার হবে। শাকিলার ‘তোর মন পাড়ায়’ গানটির মিউজিক ভিডিও এরইমধ্যে ছয় কোটি ৪০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।


আরো সংবাদ



premium cement
আমরা নিজের দেশেই অদৃশ্য : ভারতের মুসলিমরা যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩৪ রাজনীতির মাঠে যেভাবে খেলছেন ইউসুফ পাঠান মার্কিন রণতরীতে হাউছিদের হামলা ধরপাকড়ের মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিহত ফিলিপাইনের তাপমাত্রা ৫০ ডিগ্রি, বাড়তে পারে আরো শিখ নেতা পান্নুনকে খুন করতে ‘হিটম্যান’ পাঠিয়েছিলেন ‘র অফিসার’ : ওয়াশিংটন পোস্ট দিল্লিকে উড়িয়ে দ্বিতীয় স্থানে কেকেআর করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার অ্যাস্ট্রাজেনেকার বাইডেনকে পিছনে ফেলে দিলেন ট্রাম্প

সকল