০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


অভিনয়ে ফিরছেন আলভী

-

২০০৭ এর লাক্স তারকা আলভী। গত বছর ঈদে সর্বশেষ তিনি নাটকে অভিনয় করেছিলেন। এরপর তাকে আর অভিনয়ে দেখা না গেলেও গতকাল তিনি জানালেন আবারো অভিনয়ের আঙ্গিনায় নিজেকে ব্যস্ত করে তুলছেন। আলভী এতদিন নিজ গ্রামের বাড়ি কুষ্টিয়ার থানাপাড়াতেই একমাত্র সন্তান আমীরা হাসিন আহেলীকে নিয়ে ব্যস্ত ছিলেন। সন্তানকে নিয়ে ব্যস্ত থাকাকালীন অনেক পরিচালকই তার সাথে যোগাযোগ করেছেন তাদের নাটকে অভিনয়ের জন্য। কিন্তু আলভী সময় বের করতে পারেননি। কিন্তু এখন আলভী সিদ্ধান্ত নিয়েছেন অভিনয়ে ফিরবেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকজন পরিচালকের সাথে আলাপও হয়েছে তার। আবার আলভীর আগ্রহও আছে ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। মুঠোফোনে কুষ্টিয়া থেকে আলভী বলেন, ‘আমার সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমি সবার সাথে ঠিকঠাক মতো যোগাযোগ রাখতে পারি না। যে কারণে অভিনয়েও আমাকে নিয়মিত দেখা যায় না। অবশ্য বিগত বেশ কিছু দিন আমি আমার সন্তানকে নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। কিন্তু এখন কাজে ফেরার প্রবল আগ্রহ আমার। তবে এটা সত্যি বেছে বেছে ভালো গল্পের কাজই করতে চাই। এটা শুধু বলার জন্যই বলা নয়, সত্যিই তাই চাচ্ছি আমি। প্রয়োজনে ভালো গল্পের একটি সিনেমায়ও কাজ করতে চাই। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’ গত বছর ঈদে আলভী বৈশাখী টিভিতে প্রচারিত ফরিদুল হাসানের ঈদ ধারাবাহিক ‘বউয়ের দোয়া পরিবহন’ ও শাহজাদা মামুনের একটি খণ্ড নাটকে অভিনয় করেছিলেন। আলভী, বিদ্যা সিনহা মিম ও ফারিয়া প্রথম এক সাথে নাটকে অভিনয় করেন সাইফুল ইসলাম মান্নুর নির্দেশনায় ‘চলো না বৃষ্টিতে ভিজি’তে। এরপর আলভী ফেরদৌস হাসান রানার ‘পৃথিবীর সব রূপ মেখে আছে আছে ঘাসে’ টেলিফিল্মে অপূর্বের বিপরীতে অভিনয় করেন। শুরুতেই আলোচনায় আসেন সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় চঞ্চল চৌধুরীর বিপরীতে ‘পত্রমিতালী’ নাটকে অভিনয় করে। আলভীর মেয়ে জন্ম নেয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি। তিনি বিয়ে করেন ২০১২ সালের ১১ অক্টোবর। আলভী অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘গৃহদাহ’, ‘দত্তা’, ‘দেনা-পাওনা’, ‘হালখাতা’, ‘পাত্রী চাই’, ‘অলসপুর’, ‘গুলশান এভিনিউ’, ‘তুই কে আমার’, ‘সহযাত্রাী’, ‘সোনার খাঁচা’ ইত্যাদি। কুষ্টিয়ায়ই ছোটবেলায় ‘বোধন থিয়েটার’এর সাথে সম্পৃক্ত থেকেই অভিনয়ের দুনিয়ায় তার হাঁটা শুরু। এই দলের হয়ে তিনি লাক্স বিজয়ী হওয়ার পর ‘বকফুল’ নাটকে অভিনয় করেছিলেন। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন।


আরো সংবাদ



premium cement
উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশী ১০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ এমপি-মন্ত্রী-সচিবের আত্মীয় এগুলো দেখার প্রয়োজন নেই : ভোটগ্রহণ কর্মকর্তাদের ইসি সচিব বগুড়ায় শজিমেক ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১৩ স্বর্ণের দাম ভরিতে আরো কমলো ১৮৭৮ টাকা গাজায় হামাস যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চান্দিনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু আমলা ও পুলিশদের বিজেপির হয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে, অভিযোগ মমতার এডিবি প্রেসিডেন্টের সাথে অর্থমন্ত্রীর বৈঠক সিরাজদিখানে শিশু অপহরণ, থানায় অভিযোগ প্রিমিয়াম আবায়া হিজাবের জন্য মহিলাদের পছন্দের শীর্ষে মডেস্ট কালেকশনের প্রোডাক্ট

সকল