১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


গানই তার আরাধনা...

-

এই সময়ে যারা সঙ্গীতকে পেশা হিসেবে নিয়ে এগিয়ে যান তাদের কারো কারো ক্ষেত্রে এমন শোনা যায় যে গানেই তাদের চর্চা কম থাকে। চর্চার চেয়ে স্টেজ শো, টিভি শো এবং নতুন নতুন গান প্রকাশ নিয়েই বেশি ব্যস্ত থাকেন। কিন্তু সঙ্গীতশিল্পী কাজী সোমার ক্ষেত্রে বিষয়টি আলাদা। তিনি একজন পেশাদার সঙ্গীতশিল্পী। গানই তার সাধনা, গানই তার আরাধনা। যে কারণে প্রতিদিন নিয়ম করে কম করে হলেও ৩০ মিনিট গানের রেওয়াজ করেন তিনি। কারণ সোমা জানেন চর্চা ছাড়া কণ্ঠে সুরের খেলার স্থায়িত্বটা দীর্ঘদিন হয় না। নতুন নতুন গান নাইবা প্রকাশ হোক, কিন্তু তিনি আজীবন ভালোভাবে গানটা গেয়ে যেতে চান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লার গানের প্রতি ভীষণ ভালোলাগা থেকেই গানের ভুবনে কাজী সোমার পদচারণা। এমন একজন শিল্পীর প্রতি ভালোবাসা থেকেই আজ নিজের জগতটাকে তিনি সাজিয়েছেন গানে গানে। তাই জীবনের পথচলায় গানটাই যেন তার বেঁচে থাকার বড় সম্বল। স্টেজ শোর মওসুম এলে সোমার ব্যস্ততা যেন বেড়েই যায়। প্রতিদিন কোনো না কোনো স্টেজ শোতে অংশ নিতেই হয় তাকে। কারণ এই মওসুমটাতেই তাকে ছুটে বেড়াতে হয় রাজধানীসহ দেশের নানাপ্রান্তসহ বিদেশের মাটিতেও। গানের বাইরে অন্য আর কোনো কিছু নিয়েও ভাবনা নেই তার। বেশ ক’জন নাট্যনির্মাতার সঙ্গেও পরিচয় হয়েছিল গানের ভুবনে পথ চলতে গিয়ে। কাজী সোমাকে তারা অভিনয়ের জন্য প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু সোমা তাদের সেই প্রস্তাব সহাস্যে ফিরিয়ে দিয়েছেন। কারণ গানের বাইরে আর কোনো কিছুতেই নিজেকে সম্পৃক্ত করার আগ্রহ নেই কাজী সোমার। এ দিকে এরই মধ্যে কমিটম্যান্ট কালচারাল একাডেমি আয়োজিত একটি অনুষ্ঠানে কাজী সোমার হাতে ‘পারসোনালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ তুলে দেয়া হয়।


আরো সংবাদ



premium cement
অবসরের আগে ক্রিকেট নিয়ে কোনো অতৃপ্তি রাখতে চান না কোহলি সারাদেশের তাপমাত্রা অপরিবর্তিত, সিলেট বিভাগে হতে পারে বৃষ্টি ‘চরমপন্থী’ ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা কানাডার নাজিরপুরে বাসচাপায় নিহত যুবলীগকর্মী বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ খেলোয়াড়ের নাম প্রকাশিত আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে : মির্জা ফখরুল শনিবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় অন্যায়ভাবে আমাদের উচ্ছেদের চেষ্টা চলছে : মান্ডা-জিরানী খালপাড়বাসী র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা থাকছে : যুক্তরাষ্ট্র কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা চলছে : হামিদুর রহমান আযাদ

সকল