০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


জীবনের শ্রেষ্ঠ মুহূর্তের মুখোমুখি বেলী আফরোজ

-

এই সময়ের নন্দিত জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপার কণ্ঠে বেগম আখতারের ‘জোছনা করেছে আঁড়ি’ গানটি যখন প্রকাশিত হয়েছিল, তখন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা গানটিতে লুইপার গায়কীর প্রশংসা করেছিলেন। পরে রুনা লায়লার হাত থেকেই লুইপা শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীর পুরস্কার পেয়েছিলেন। সঙ্গীত জীবনে এটাই ছিল লুইপার জন্য অন্যতম শ্রেষ্ঠ একটি মুহূর্ত। গেল বছর সাঁকো টেলিফিল্মের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লুইপা এই পুরস্কার পেয়েছিলেন। আর এই বছর শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে পুরস্কার পেলেন এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বেলী আফরোজ। গেল বৃহস্পতিবার ‘সাঁকো টেলিফিল্ম স্টার অ্যাওয়ার্ড ২০১৯’-এ শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পীর পুরস্কারে ভূষিত হন বেলী আফরোজ। বেলী সঙ্গীত জীবনের শ্রেষ্ঠত্বর এই পুরস্কার গ্রহণ করেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার কাছ থেকে। আর এটাই ছিল বেলী আফরোজের সঙ্গীত জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। বেলী আফরোজ বলেন, ‘সঙ্গীত জীবনের এটাই আমার প্রথম স্বীকৃতি। একজন শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে সম্মাননা পাওয়া নিশ্চয়ই অনেক আনন্দের। তবে জীবনের প্রথম সম্মাননা শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের হাত থেকে নেয়ার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশের নয়।

 


আরো সংবাদ



premium cement