০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ

-

শুদ্ধ উচ্চারণ, বানান চর্চা ও ব্যাকরণের সঠিক ব্যবহার বাড়াতে ইস্পাহানি মির্জাপুর ২০১৭ সাল থেকে শুরু করেছে বাংলা ভাষাবিষয়ক প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। তারই ধারাবাহিকতায় সম্প্রতি শেষ হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে তৃতীয় বর্ষের অডিশন রাউন্ড। সেখান থেকে ৯টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পর্বে ৮০ জন ছাত্রছাত্রীকে মূল পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে। তাদের নিয়ে অনুষ্ঠিত হবে ১৯টি স্টুডিও রাউন্ড এবং এখান থেকেই বিভিন্ন ধাপ শেষে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হবে। বাছাই প্রক্রিয়ায় যুক্ত থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং ভাষাবিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল। এ বছরও শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। এবারের প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করছেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথাশিল্পী আনিসুল হক ও অভিনেত্রী ত্রপা মজুমদার। এবারো প্রতিযোগিতার সেøাগান থাকছে ‘বাংলায় জাগো ভরপুর’। ইস্পাহানি মির্জাপুরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি নির্মাণ করছে চ্যানেল আই। অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে বুধবার বিকেল ৫টা ২৫ মিনিটে।


আরো সংবাদ



premium cement