০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


অস্ট্রেলিয়ায় এন্ড্রু কিশোর

-

সহধর্মিণী লিপিকা এন্ড্রুকে সাথে নিয়ে এবারের অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। এন্ড্রুু কিশোরের ছেলেমেয়ে দু’জনই অস্ট্রেলিয়ায় থাকেন। তাই স্টেজ শোর পাশাপাশি এন্ড্রু কিশোর ও লিপিকা এন্ড্রু ছেলেমেয়ের সাথে সময় কাটাবেন। আগামী জুলাইয়ের মাঝামাঝিতে এন্ড্রু কিশোর ও লিপিকা অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে কয়েক দিন মেলবোর্ন, সিডনি ও এডিলেট সিটিতে তিনটি ভিন্ন শোতে সঙ্গীত পরিবেশন করেবন এন্ড্রু কিশোর। বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন তিনি। এন্ড্রু কিশোর বলেন, যেহেতু আমার ছেলেমেয়ে দু’জনই অস্ট্রেলিয়া এবং সেখানেই আমার তিনটি স্টেজ শোতে অংশ নিতে হচ্ছে , তাই ভাবলাম এবার সাথে স্ত্রীকে নিয়ে যাই। ছেলেমেয়ের সাথে ভালো কিছু সময়ও কাটবে। সময়টাও আশা করছি উপভোগ্য হয়ে উঠবে। এর আগে অস্ট্রেলিয়াতে তিনবার স্টেজ শোতে অংশগ্রহণ করেনএন্ড্রুু কিশোর। এ নিয়ে চতুর্থবারের মতো তিনি সেখানে যাচ্ছেন। এন্ড্রু কিশোরের ছেলে জে এন্ড্রুু পড়াশোনা করছেন সিডনিতে একটি ইউনিভার্সিটিতে। অন্য দিকে মেয়ে মিলিম এন্ড্রু বিয়ের পর অস্ট্রেলিয়ার মেলবোর্নে আছেন স্বামীর সাথে। তিনিও সেখানে একটি বিশ^বিদ্যালয়ে পড়াশোনা করছেন। এরই মধ্যে গেল ২১ জুন ছিল বিশ^ সঙ্গীত দিবস। শিল্পকলা একাডেমি দিনটিকে বিশেষভাবে উদযাপন করে। সঙ্গীত দিবস উপলেক্ষ শিল্পকলা আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সরকারিভাবে সাংস্কৃতিক প্লাটফর্ম থেকেই এন্ড্রুু কিশোর দাওয়াত পেয়েছিলেন। এন্ড্রু কিশোর বলেন, যেহেতু বেশ কয়েক দিন ধরে আমি জ্বরে আক্রান্ত। তাই দাওয়াত পাওয়ার পরও অসুস্থতার কারণে আমি বিশ^ সঙ্গীত দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিনি। তবে অনেক জায়গায় সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি নাকি দাওয়াতই পায়নি, এটা ভুল তথ্য। এন্ড্রুু কিশোরের সময়কালের অনেক কিংবদন্তি সঙ্গীতশিল্পীই পরে এসে নিজেই সুরকার হিসেবে আবির্ভূত হয়েছেন। কিন্তু এ ব্যাপারে তার কোনো রকমই আগ্রহ নেই। এন্ড্রু কিশোর বলেন, আমি যখন এখানে প্লে-ব্যাক করা নিয়ে খুউব ব্যস্ত; তখন আমার সাথে শ্রদ্ধেয় আর ডি বর্মণ যোগাযোগ করেছিলেন ভারতে যাওয়ার জন্য, সেখানে গানে নিয়মিত হওয়ার জন্য। তিনি আমাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েই গান করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমি দাদাকে বলেছিলামÑ দাদা, আমি আমার দেশেই খুউব ভালো আছি। দাদা জবাবে বলেছিলেন, তুই বাঘের বাচ্চা। কথাটি এ কারণেই বললাম, আমি গান গাওয়া ছাড়া আর অন্য কোনো কিছু নিয়েই কখনো ভাবতে চাইনি। এখনো না। আমি যেভাবে আছি খুউব ভালো আছি।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement
নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছার আহ্বান ম্যাক্রোঁর গাজীপুরে পাওনা আদায়ের দাবিতে শ্রমিকদের অবস্থান ৩ বলের ব্যবধানে শান্ত-লিটনের বিদায় লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ জন নিহত ঢাকায় এবার কোরবানির পশুর হাট ২২টি ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদির সাথে প্রতিরক্ষা চুক্তি নয় : যুক্তরাষ্ট্র নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি, বৃষ্টি থাকতে পারে ৭ দিন অভিনব কায়দায় বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচারকালে একজন গ্রেফতার মাওলানা মামুনুল হকের সাথে উলামা-মাশায়েখ পরিষদের সাক্ষাৎ

সকল