৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


দেশে ফিরেই স্টেজ শোতে রুনা লায়লা

-

পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ঈদের আগেই দেশের বাইরে গিয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা। গেল ৪ সেপ্টেম্বর দেশে ফিরেছেন তিনি। আর দেশে ফিরেই এবার তিনি একটি স্টেজ শোতে অংশ নিয়েছেন। গত ৮ সেপ্টেম্বর ছিল রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত ষষ্ঠ জাতীয় কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষপর্যায়ে মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে ওঠেন রুনা লায়লা। দীর্ঘ সময় নিয়ে অপেক্ষারত সঙ্গীতপিপাসু দর্শকদের গানে গানে মুগ্ধ করতেই মঞ্চে ওঠেন রুনা লায়লা। মঞ্চে ওঠার সাথে সাথেই মিলনায়তনভর্তি দর্শকের মাঝে এক অন্য রকম আনন্দ বয়ে যায়। শুরুতেই মঞ্চে উঠে রুনা লায়লা দেশের গান ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে’ পরিবেশন করেন। এরপর তিনি একে একে ‘অনেক বৃষ্টি ধরে’ ‘দাইয়ারে দাইয়া’, ‘দিল ধারকে’, ‘সাধের লাউ’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম’, ‘ইস্টিশনের রেলগাড়িটা’, ‘আয়রে মেঘ আয়রে’সহ আরো বেশ কিছু গান গেয়ে শোনান রুনা লায়লা। রুনা লায়লার কণ্ঠে একের পর এক গান শুনে মিলনায়তনজুড়ে দর্শক নাচে মেতে ওঠেন। তিনজন মেয়ে একসময় মঞ্চে উঠে রুনা লায়লার পাশেই নাচ শুরু করেন শিল্পীর গানের তালে তালে। অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘অনেক দর্শকের মধ্যে গান গাওয়ার ভালো লাগাটা সত্যিই অন্য রকম। কারণ প্রতিটি গান গাওয়ার পর দর্শকের কাছ থেকে সাড়া পাওয়া যায়, যা একজন শিল্পীর জন্য অনেক ভালো লাগার। আমার গাওয়া প্রতিটি গানে দর্শকের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি তা আমাকে মুগ্ধ করেছে। দর্শকের এই ভালোবাসাই তো একজন শিল্পীর আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা।’ রাত সোয়া ১১টায় রুনা লায়লা তার গান গাওয়া শেষ করেন। একই অনুষ্ঠানে রুনা লায়লার আগে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন ও হৈমন্তী রক্ষিত। একই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিবলী মহম্মদ ও নিপা। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন জনপ্রিয় টিভি অভিনেত্রী স্বাগতা।


আরো সংবাদ



premium cement