২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ফাগুন হাওয়ার কাজ শেষ করলেন সিয়াম

-

গত ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নিজের নির্মিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’র জন্য শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেন মেধাবী চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদ। এই গুণী চলচ্চিত্র পরিচালকের নির্দেশনায় ভাষা আন্দোলন নিয়ে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। চলচ্চিত্রে সিয়াম নাসির চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে কিছু দিন আগে। চলচ্চিত্রটিতে সিয়ামের কাজ করা প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘সিয়াম তার চরিত্রে খুব আন্তরিকতা নিয়ে কাজ করেছে। সব চেয়ে বড় কথা খুব খেটে কাজ করেছে। তার অভিনয়ে আমি খুব খুশি।’ সিয়াম আহমেদ বলেন, ‘তৌকীর ভাই একজন অভিনেতা কাম নির্মাতা; যে কারণে তার কাজের মধ্যে একটা অন্য রকম ভালোলাগা খুঁজে পেয়েছি। শুটিং চলাকালে তিনি ভীষণ রাগী একজন মানুষ হয়ে ওঠেন, অবশ্য তা প্রয়োজনেই হন। এটাও সত্য, কিছুক্ষণ পর সেই রাগ আর থাকে না। কারণ প্রত্যেক শিল্পীর প্রতিই তিনি নিজে খেয়াল রাখেন কার কী সমস্যা হলো-না হলো। তার নির্দেশনা এককথায় অসাধারণ। আমি তার নির্দেশনায় কাজ করে মুগ্ধ, যে কারণে ফাগুন হাওয়ায় নিয়ে আমি আশাবাদী।’ নির্মাতা তৌকীর আহমেদ জানান, চলতি বছরেই চলচ্চিত্রটি মুক্তি দেয়ার ইচ্ছা রয়েছে তার। তবে যদি তা না হয় তাহলে আগামী বছরের শুরুতে ‘ফাগুন হাওয়ায়’ দেখতে পাবেন দর্শক।


আরো সংবাদ



premium cement