০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


অবশেষে মমই শুরু করলেন দহন

-

নাটকীয়তার পর অবশেষে রায়হান রাফি পরিচালিত ‘দহন’ চলচ্চিত্রে মায়া চরিত্রে অভিনয় শুরু করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মম। মায়া চরিত্রে সর্বশেষ কে অভিনয় করতে যাচ্ছেন এই নিয়ে ছিল বিগত বেশ কয়েক মাস যাবৎ নানান নাটকীয়তা। মমর অভিনয়ের মধ্য দিয়ে অবশেষে সেই নাটকীয়তার অবসান হলো। গতকাল দুপুর ১২টায় রাজধানীর জোনাকী সিনেমা হলের সামনে দৃশ্যধারণের মধ্য দিয়ে মম ‘দহন’ চলচ্চিত্রের শুটিং শুরু করেন। তবে মায়া চরিত্রের বিষদ বর্ণনা দিতে এখনই রাজি নন নির্মাতা রায়হান রাফি। সর্বশেষ মমকে নিয়েই কাজ শুরু করা প্রসঙ্গে রায়িহান রাফি বলেন, ‘মায়া চরিত্রে অভিনয়ের জন্য মম আপুই পারফেক্ট। কারণ একই সাথে গ্ল্যামারাস এবং অভিনয় জানা একজন অভিনেত্রীই আমাদের প্রযোজন ছিল। পরে ভেবে দেখলাম যে এই চরিত্রের জন্য মমই পারফেক্ট। তা ছাড়া গল্পের নায়িকা মমর মতোই একজন কারো হওয়া উচিত বলে তাকে নিয়ে আমি কাজ শুরু করলাম। আশা করছি দারুণ কিছু হবে। ’ জাকিয়া বারী মম বলেন,‘দহনে কাজ করা নিয়ে আমি সত্যিই অনেক বেশি উচ্ছ্বসিত। একেবারেই নতুন একটি ইউনিটে নতুন একটি প্রজেক্ট। তাই অনেক বেশি টেনশনও কাজ করছে যে যথাযথভাবে কাজ করতে পারব কি না। রাফির আমার প্রতি অগাধ বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। যে নির্মাতা আমার অভিনয়ের ওপর আস্থা রাখেন আমি তার কাজটি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে করার চেষ্টা করি। ‘দহন’র কাজ যেন ভালোভাবে শেষ করতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।’ আগামী টানা ১৫দিন মম ‘দহন’র শুটিং নিয়েই ব্যস্ত থাকবেন।’ ‘দহন’ প্রযোজনা করছে ‘জাজ মাল্টিমিডিয়া’। এ দিকে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন টু’ চলচ্চিত্রটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এবারের ঈদে ছোট পর্দায় মম অভিনীত শিহাব শাহীন পরিচালিত ‘শেষ পর্যন্ত’, হিমির ‘আনমনে তুমি’ আবু হায়াত মাহমুদের ‘লাভলী টকিজ’, শামীম জামানের ‘ঘাওরা মজিদ’, সা আ হ উদ্দিন লাভলুর ‘বুকের মাঝে নূপুর বাজে’, জাকারিয়া শৌখিনের ‘জলসা ঘর’ ও রুবেল হাসানের ‘পরশ’ দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। এসব নাটকে মমর অভিনয় দারুণ প্রশংসিত হয়। মম অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’।
ছবি : গোলাম সাব্বির

 

 


আরো সংবাদ



premium cement
উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে হত্যা, বাবা ও ভাই গ্রেফতার বন্যাবিধ্বস্ত কেনিয়া ও তানজানিয়ায় ঘূর্ণিঝড় সতর্কতা জারি রাজধানীতে লেকে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু ইসরাইলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের আহ্বান আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিতে ৬ জনকে কুপিয়ে জখম মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবনতি হচ্ছে কেন সোনাতলায় ২ আ’লীগ নেতা বিনাভোটে ভাইস চেয়ারম্যান শ্রীনগরে অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে ছাই সিরাজদিখানে ফের ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী

সকল