০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বিএনপির প্রার্থী ও সাবেক প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেমকে লক্ষ্য করে গুলি!

সাবেক প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন। - ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছেন তার ভাই ওমর ফারুক। এতে তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

শনিবার বিকেল ৫টার দিকে সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওমর ফারুক জানান, কুচিয়ামোরা রাস্তায় অবস্থানকালে প্রতিপক্ষের হামলায় পাঁচটি গাড়ির কাঁচ ভেঙে যায় ও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া শাহ মোয়াজ্জেম হোসেনকে লক্ষ্য করে সাত রাউন্ড গুলি ছোড়ে। এতে শাহ মোয়াজ্জেম হোসেনের কোনো ক্ষতি না হলেও ছয়জন আহত হন।

তিনি আরো জানান, এ হামলার সাথে মাহী বি চৌধুরী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। তারাই এ হামলা করেছে।

সিরাজদিখান সার্কেলের এএসপি মো: আসাদুজ্জামান জানান, এ রকম একটি ঘটনা শুনেছি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত হতে পারিনি। নিশ্চিত হলে বিস্তারিত জানাব।

এ বিষয়ে নয়া দিগন্তের পক্ষ থেকে মাহী বি চৌধুরীর সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী বলেন, ‘শাহ মোয়াজ্জেমের গাড়ি বহরে হামলা বিএনপির দলীয় কোন্দলের জেরেই হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর এ ঘটনার দোষ চাপানোর অপচেষ্টা মুন্সীগঞ্জের জনগণের কাছে পরিষ্কার।’

মাহী বি. চৌধুরী আরো বলেন, ‘তিনি কখনোই সন্ত্রাস নির্ভ্রর রাজনীতি করেননি। যারা বিক্রমপুরে সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে তাদের জনগণ ভালোভাবেই চেনে।’

মাহী আশা প্রকাশ করে বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সন্ত্রাস, নাশকতা ও মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে সুস্পষ্ট রায় প্রদান করবে।’


আরো সংবাদ



premium cement
ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু সুন্দরবনে আগুন নেভেনি, রাতে আরো ছড়িয়ে পড়তে পারে রামুতে ৬০ লাখ টাকার ইয়াবাসহ ২ কারবারী আটক ৪০ ডিগ্রির নিচে নামল দেশের সর্বোচ্চ তাপমাত্রা তিন দিন ৩ ঘণ্টা করে শাহজালালে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা ‘২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানি আয় করবে পোশাক শিল্প’ প্যারিসে গুলিতে একজন নিহত, বেশ ক’জন আহত ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী

সকল