২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ছাত্র রাজনীতির নামে শিক্ষার পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র বন্ধের দাবি

ছাত্র রাজনীতির নামে শিক্ষার পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র বন্ধের দাবি - ছবি : সংগৃহীত

মানারাত, নর্থ সাউথ, আই আই ইউ সি, শান্ত-মারিয়ামসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে সরকারি দলের নগ্ন হস্তক্ষেপ বন্ধ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজে ছাত্র রাজনীতির নামে শিক্ষার পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র বন্ধের দাবি করেছে সাবেক ছাত্ররা।

শুক্রবার রাজধানী ঢাকার গুলশানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে এ দাবি করে।

ছাত্র রাজনীতির নামে শিক্ষার পরিবেশ নষ্ট করার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে নর্থসাউথ, আহসানউল্লাহ, মানারাত, আইআইইউসি, শান্ত মারিয়াম, ইস্ট ওয়েস্টসহ বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক সাবেক ছাত্র ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা যে দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর পেশ করেন-

ক) মানরাত স্কুলের জমিতে অবস্থিত মানারাত বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করতে হবে।

খ) চর দখলের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড দখল বন্ধ এবং অবিলম্বে মানারাত, নর্থসাউথ, আইআইইউসি ও শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়কে তার বৈধ ট্রাস্টির হাতে হস্তান্তর করতে হবে।

খ) কোমলমতি শিশুদের প্রাণের মানারাত স্কুলের মাঠ দখলের পরিকল্পনা কাল বিলম্ব না করে বন্ধ করতে হবে।

গ) বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজে ছাত্র রাজনীতির নামে শিক্ষার পরিবেশ নষ্ট করার অপচেষ্টা বন্ধ করতে হবে।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার স্বার্থে অবিলম্বে এ দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অন্যথায় সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে অচিরেই বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত

সকল