০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


প্লে গ্রুপে ভর্তির নতুন শর্ত : সমালোচনার জেরে সিদ্ধান্ত পাল্টালো প্রিপারেটরি

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ - ছবি : সংগৃহীত

আসছে ২০২২ শিক্ষাবর্ষের জন্য প্লে গ্রুপে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সম্প্রতি কয়েকটি যোগ্যতা ও নিয়মাবলীর শর্ত জুড়ে দেয় ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। তবে এসব শর্ত নিয়ে অভিভাবক মহলে ব্যাপক সমালোচনা দেখা দেয়।

নতুন জুড়ে দেয়া শর্তগুলো অগ্রহণযোগ্য ও বৈষম্যমূলক বলে সমালোচনা হয়। এ বিষয়ে বিরূপ প্রতিক্রিয়ার পর প্লে গ্রুপে শিক্ষার্থী ভর্তির বিতর্কিত শর্তগুলো থেকে সরে আসার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলটির গভর্নিং বডির সভাপতি ম: তামিম জানিয়েছেন, মূলত শিশুদের বয়স যাচাইয়ের জন্য এসব শর্ত দেয়া হয়েছিল। কিন্তু এর মাঝে কিছু শর্তে ভাষা ব্যবহারে ভুল ও কিছু শর্ত বিতর্কিত হওয়ায় তারা সেগুলো থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে শিক্ষার্থীর সঠিক বয়স নির্ণয়ের জন্য আর কি কি পদ্ধতি গ্রহণ করা হবে সে বিষয়ে এখনো তারা আলোচনা করছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি স্কুলটি ২০২২ শিক্ষাবর্ষে প্লে গ্রুপে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কয়েকটি যোগ্যতা ও নিয়মাবলীর শর্ত জুড়ে দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

প্লে গ্রুপে ভর্তির নতুন শর্ত : সমালোচনার জেরে সিদ্ধান্ত পাল্টালো প্রিপারেটরি

আসছে ২০২২ শিক্ষাবর্ষের জন্য প্লে গ্রুপে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সম্প্রতি কয়েকটি যোগ্যতা ও নিয়মাবলীর শর্ত জুড়ে দেয় ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। তবে এসব শর্ত নিয়ে অভিভাবক মহলে ব্যাপক সমালোচনা দেখা দেয়।

নতুন জুড়ে দেয়া শর্তগুলো অগ্রহণযোগ্য ও বৈষম্যমূলক বলে সমালোচনা হয়। এ বিষয়ে বিরূপ প্রতিক্রিয়ার পর প্লে গ্রুপে শিক্ষার্থী ভর্তির বিতর্কিত শর্তগুলো থেকে সরে আসার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলটির গভর্নিং বডির সভাপতি ম: তামিম জানিয়েছেন, মূলত শিশুদের বয়স যাচাইয়ের জন্য এসব শর্ত দেয়া হয়েছিল। কিন্তু এর মাঝে কিছু শর্তে ভাষা ব্যবহারে ভুল ও কিছু শর্ত বিতর্কিত হওয়ায় তারা সেগুলো থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে শিক্ষার্থীর সঠিক বয়স নির্ণয়ের জন্য আর কি কি পদ্ধতি গ্রহণ করা হবে সে বিষয়ে এখনো তারা আলোচনা করছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি স্কুলটি ২০২২ শিক্ষাবর্ষে প্লে গ্রুপে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কয়েকটি যোগ্যতা ও নিয়মাবলীর শর্ত জুড়ে দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিবিসি


আরো সংবাদ



premium cement