২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসা খুলে দেয়ার আহ্বান আলেমদের

স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসা খুলে দেয়ার আহ্বান আলেমদের - ছবি : নয়া দিগন্ত

স্বাস্থ্যবিধি মেনে খুব শিগগিরই দেশের সব মাদরাসা খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কওমি আলেমরা। রোববার রাজধানীর মিরপুরে আলেমদের একটি বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

আলেমরা বলছেন, করোনা মহামারীর কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদ্রাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ঈদুল ফিতরের পর কওমি মাদরাসাগুলোর নতুন শিক্ষাবর্ষও শুরু করা যায়নি।

এছাড়া দীর্ঘদিন মাদরাসা বন্ধ থাকায় লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আলেমরা মনে করেন, কওমি মাদরাসাগুলো যেহেতু আবাসিক ব্যবস্থাপনায় পরিচালিত হয়, তাই মাদরাসা খোলা থাকলে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হবে না। তাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কোরআন-হাদিস চর্চার কেন্দ্রস্থল কওমি মাদরাসাগুলো অবিলম্বে খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মিরপুর-১৩ দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহয়া মাহমুদ, বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং কওমি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী।

এছাড়া জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচরের শাইখুল হাদিস আল্লামা শেখ আজিমুদ্দিন, বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ডের চেয়ারম্যান মুফতি খোরশেদ আলম কাসেমি এবং জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার শাইখুল হাদিস মুফতি মাহবুবুল হক কাসেমি, খাদেমুল ইসলামের মুহতামিম মুফতি শহিদুল্লাহ কাসেমী, বাইতুস সালাম পল্লবীর মুহতামিম মুফতি সাইফুজ্জামান, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহর পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী, দারুল উলুম মিরপুর-৬ এর শাইখুল হাদিস মাওলানা আবুল কালাম কাসেমী, জামিয়া আশরাফিয়া মিরপুরের মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান, জামিউল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি সিফাত উল্লাহসহ আলেমরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ

সকল