২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


শাবিতে ল্যাবে কাজ করার সময় দুই শিক্ষার্থী দগ্ধ

- সংগৃহীত

ল্যাবে কাজ করার সময় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। সোমবার দুপুরে বিভাগের ল্যাবে থিসিসের কাজ করার সময় ওটোক্ল্যাভ মেশিন থেকে গরম পানি ছিটকে পড়ে তাদের শরীরে। এসময় তাদের শরীরের কিছু অংশ ঝলসে যায়। এসময় তাদের একজনের হাত এবং অন্যজনের পাকস্থলির নিচের অংশ ও দুই হাত পুড়ে যায়।

আহত দুই শিক্ষার্থী হলেন- সিইপি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. আবদুল্লাহ আন নাছিম ও মো. তাহমিদুল করিম। পরে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, শিক্ষার্থীরা এখন আশংকামুক্ত রয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় নেয়া হবে। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement