৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


এবার বিদেশী ব্যাংক আলফালাহকে অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া

এবার বিদেশী ব্যাংক আলফালাহকে অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া - ছবি : ইউএনবি

আর কোনো ব্যাংককে একীভূতকরণের সুযোগ দেয়া হবে না এমন সিদ্ধান্ত থেকে সরে এসে বিদেশী ব্যাংক আলফালাহকে অধিগ্রহণের জন্য ব্যাংক এশিয়াকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন মাত্রার অংশ হিসেবে বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এশিয়া বিদেশি ব্যাংক আলফালাহকে অধিগ্রহণের পরিকল্পনা করছে।

করাচিভিত্তিক ব্যাংক আলফালাহ ১৭ এপ্রিল পাকিস্তান স্টক এক্সচেঞ্জকে এ তথ্য জানায়।

প্রকাশিত তথ্যে জানা যায়, ব্যাংক আলফালাহ লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যাংক এশিয়া লিমিটেডের বাংলাদেশ পরিচালনা, সম্পদ ও দায় অধিগ্রহণের জন্য প্রাপ্ত বাধ্যবাধকতামুক্ত ইঙ্গিতমূলক প্রস্তাবের ক্ষেত্রে নীতিগত অনুমোদন দিয়েছে।

এতে বলা হয়, ব্যাংক আলফালাহ বাংলাদেশের ব্যাংক এশিয়ার জন্য যথাযত কার্যক্রম শুরুর জন্য স্টেট ব্যাংক অব পাকিস্তানের অনুমোদন চাইছে।

ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া এবং এটি একীভূতকরণ নিয়ে খুব বেশি আলোচনার অংশ নয়।

আগামী সপ্তাহে দুই ব্যাংকের নির্বাহীদের সাথে বৈঠকে অধিগ্রহণের বিষয়টি চূড়ান্ত রূপ পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইউএনবি


আরো সংবাদ



premium cement